দেশ

হরিয়ানার তোশামে ‘গৃহযুদ্ধ’, সম্মুখসমরে বংশীলালের পরিবার

চণ্ডীগড়: ‘কুরুক্ষেত্রের গৃহযুদ্ধ’ দেখতে চলেছে হরিয়ানার তোশাম বিধানসভা আসন। এখানে এবার মুখোমুখি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের দুই ছেলের পরিবার। বিজেপির টিকিটে লড়ছেন বড় ছেলে সুরেন্দ্র সিংয়ের মেয়ে শ্রুতি। অন্যদিকে,  কংগ্রেসের টিকিটে টক্কর দিতে নেমেছেন বংশীলালের ছোট ছেলে রণবীর সিং মহেন্দ্রর পুত্র অনিরুদ্ধ। অর্থাৎ এই আসনে এবারের লড়াইয়ে একদিকে বংশীলালের নাতি, অন্যদিকে নাতনি। আক্ষরিক অর্থেই পারিবারিক লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে তোশাম।
এর আগে এই আসন থেকে বেশ কয়েকবার জয়ী হয়েছেন শ্রুতির মা অর্থাৎ বংশীলালের পুত্রবধূ কিরণ চৌধুরী। কিন্তু ছোট ছেলের পুত্র অনিরুদ্ধ ভোটের ময়দানে পা রাখায় এবার আর লড়াইটা নিছক রাজনীতিক মতাদর্শের নয়। পারিবারিক উত্তরাধিকারের লড়াইয়ে পরিণত হয়েছে। তবে এবারই প্রথম নয়। এর আগেও বংশীলালের উত্তরাধিকারীদের মধ্যে সম্মুখ সমর দেখেছে হরিয়ানা। সেটা ১৯৯৮ সাল। ভিওয়ানি লোকসভা আসনে লড়াই হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুই ছেলের মধ্যে। সেবার বড় ছেলে তথা শ্রুতির বাবা সুরেন্দ্র সিং হারিয়ে দিয়েছিলেন ছোট ছেলে তথা অনিরুদ্ধর বাবা রণবীর সিং মহেন্দ্রকে। সেই সময় সুরেন্দ্র লড়াই করেছিলেন বংশীলালের তৈরি হরিয়ানা বিকাশ পার্টির প্রার্থী হিসেবে। রণবীর লড়েছিলেন কংগ্রেসের টিকিটে।
বংশীলাল জীবিত থাকাকালীন বড় পুত্র সুরেন্দ্র সিংকেই তাঁর রাজনৈতিক উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। ছোট পুত্র রণবীরের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। ২০০৫ সালে কপ্টার দুর্ঘটনায় সুরেন্দ্রর মৃত্যু হয়। সেই সময় তাঁর মেয়ে তথা নাতনি শ্রুতিকেই রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলেন বংশীলাল। এবার বিজেপি সেই শ্রুতিকেই তাদের প্রার্থী করেছে। পাল্টা হিসেবে কংগ্রেস টিকিট দিয়েছে বংশীলালের ছোটপুত্রের ছেলে অনিরুদ্ধকে। ফলে এই নিয়ে দ্বিতীয়বার সম্মুখ সমরে বংশীলালের পরবর্তী প্রজন্ম। আর সেই লড়াইকে কেন্দ্র করেই নজর কাড়ছে তোশাম বিধানসভা আসন। 
5d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা