বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পুজোয় যাওয়া নিয়ে সমালোচনার জবাব মোদির

ভুবনেশ্বর ও নয়াদিল্লি (পিটিআই): সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়ির গণেশ পুজোয় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনার প্রবল সমালোচনা করেছিল বিরোধীরা। মঙ্গলবার ভুবনেশ্বরের জনসভায় এব্যাপারে মুখ খুললেন মোদি। তাঁর দাবি, গণেশ পুজোয় যোগ দিতে গিয়েছিলেন বলে কংগ্রেস ও তার ‘ইকোসিস্টেম’ রেগে গিয়েছে। মোদি মনে করিয়ে দিয়েছেন, ‘আমাদের দেশে গণেশ পুজো শুধু বিশ্বাসের উৎসব নয়। স্বাধীনতা আন্দোলনেও এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।’ এর জবাবে কংগ্রেস নেতা কে বেণুগোপাল এদিন বলেছেন, ‘সত্যিকারের ভক্তি আর রাজনীতির জন্য ধর্মের অপব্যবহার এক বিষয় নয়। ধর্ম নিয়ে রাজনীতি করলে তা কখনও চাপা থাকে না।’
ব্রিটিশ শাসনের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী এদিন কংগ্রেস অনুগামীদের কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেছেন, ‘ব্রিটিশরা বিভাজনের নীতিতে বিশ্বাস করত। তারাও গণেশ উৎসবকে ঘৃণা করত। এখনও ক্ষমতালোভীরা বিভাজনের নীতিতে সমাজকে ভাগ করতে চায়। গণেশ পুজো নিয়ে তাদেরও সমস্যা রয়েছে। দেখতেই পাচ্ছেন, আমি গণেশ পুজোয় গিয়েছি বলে কংগ্রেস ও তার সঙ্গীরা ব্যাপক চটে গিয়েছে।’ 
 গত ১০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গিয়েছিলেন মোদি। এরপরই তিনি প্রধান বিচারপতি এবং তাঁর স্ত্রী কল্পনার সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। বিরোধীদের একাংশের তরফে প্রধানমন্ত্রীর এই আচরণের কড়া সমালোচনা করা হয়। তাঁদের বক্তব্য ছিল, এই ধরনের পদক্ষেপ সমাজে ‘অস্বস্তিকর বার্তা’ দেয়। কংগ্রেসের সর্বভারতীয় স্তরের নেতারা অবশ্য প্রথমে প্রকাশ্যে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু, গেরুয়া শিবির এক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উদাহরণ টানায় মুম্বই কংগ্রেস নেতারা সরব হন। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছিলেন, ২০০৯ সালে মনমোহন সিংয়ের ইফতার পার্টিতে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের তদানীন্তন প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণান। মুম্বই কংগ্রেসের তরফে ‘এক্স’ হ্যান্ডলে লেখা হয়েছিল, ইফতারের মতো পাবলিক ইভেন্ট এবং কারও বাসভবনে ব্যক্তিগত ধর্মীয় অনুষ্ঠানে যোগদান কিন্তু এক নয়। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কংগ্রেস এদিন বলেছে, সামনেই মহারাষ্ট্রে বিধানসভার নির্বাচন রয়েছে। প্রচারের তাগিদেই মোদি প্রধান বিচারপতির বাড়ির পুজোয় গিয়েছিলেন। বেণুগোপালের কটাক্ষ, ‘বিজেপি-আরএসএস কখনও প্রাতিষ্ঠানিক অখণ্ডতা ও সাংবিধানিক মূল্যবোধে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীকে বলব, আপনি ভগবান গণেশের অপব্যবহার বন্ধ করুন।’
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা