বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

গোমাংস রান্নার অভিযোগে হস্টেল থেকে বহিষ্কৃত ৭ ছাত্র

ভুবনেশ্বর:  সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে গোমাংস রান্নার অভিযোগ ঘিরে উত্তেজনা। আসরে নামল হিন্দুত্ববাদী সংগঠনও। শেষপর্যন্ত হস্টেল থেকে বহিষ্কার করা হল সাতজন পড়ুয়াকে। এক পড়ুয়ার ২ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বিজেপি শাসিত ওড়িশার বেহরামপুরে পারালা মহারাজ ইঞ্জিনিয়ারিং কলেজের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির সামাল দিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলেজ কর্তৃপক্ষকে। যদিও হস্টেল ওয়ার্ডেন জানিয়েছেন, কোনও গোমাংস বাজেয়াপ্ত হয়নি। তবে রান্নার বাসনপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। 
গত বুধবার হস্টেলে গোমাংস রান্না করা হয় বলে কয়েকজন পড়ুয়া কলেজের ডিনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের বক্তব্য,  ‘কলেজে নানা সম্প্রদায়ের শিক্ষার্থী রয়েছেন। সকলেরই উচিত প্রত্যেকের মূল্যবোধ ও ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা। হস্টেল চত্বরে গোমাংস রান্নার ঘটনা এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। যার ফলে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে। তাই, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করছি।’ পরের দিনই ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার ডিন’-এর অফিস থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তির নির্দেশ দেওয়া হয়। জানানো হয় সৈয়দ শামুইল ইকবাল, গুলাম কাদির, আবদুল ওয়াদুদ খান, মহম্মদ সাজ্জাদ সাজিদ্দিন খান, কাজিম আব্বাস, কৌশিক মিঞ্জ এবং দিলেশ্বর মারান্ডিকে বহিষ্কার করা হল। এর মধ্যে ওয়াদুদ খানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের দ্রুত হস্টেলের ঘর ছেড়ে দিতে বলা হয়। তাঁদের অভিভাবকদেরও শাস্তির বিষয়টি জানিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, এই ঘটনা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলও সরব হয়। তারা  অভিযুক্তদেরউপযুক্ত শাস্তির দাবি জানায়। এমনকী, ভিএইচপি-র তরফে গোপালপুর থানায় এফআইআরও করা হয়েছিল।
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা