দেশ

চণ্ডীগড়ে প্রাক্তন পুলিসকর্তার বাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা, দায় নিল আমেরিকা প্রবাসী গ্যাংস্টার

চণ্ডীগড়: চণ্ডীগড়ের সেক্টর ১০-এ প্রাক্তন পুলিস অফিসারের বাড়িতে গ্রেনেড হামলা। বুধবারের ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দায় স্বীকার করল আমেরিকা নিবাসী হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসাই। জানা যাচ্ছে, তিনি পাকিস্তানের হরবিন্দর সিং রিন্ডার সহযোগী। রিন্ডা বব্বর খালসা আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে ঘোষিত। তাঁর সঙ্গেই পাসাইয়ের যোগ রয়েছে। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় চণ্ডীগড়ের ওই হামলার কথা স্বীকার করে পাসাই জানান, এটি একটি বদলা। পুলিস সূত্রে খবর, সেক্টর ১০-এর যে বাড়িতে হামলা হয়েছে, সেটি পাঞ্জাব পুলিসের অবসরপ্রাপ্ত সুপারের। বুধবার অটোরিকশ করে এসে পুলিসকর্তার বাড়ির বারান্দায় গ্রেনেড ছোড়া হয়। ওই অটোরিকশর চালক সহ দু’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। তবে হামলার আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন প্রাক্তন ওই পুলিসকর্তা। 
এদিকে তদন্তকারীরা ধন্দে রয়েছেন যে ‘বদলা’ বলে পাসাই কোন ঘটনার কথা বোঝাতে চেয়েছেন। মনে করা হচ্ছে, এর সঙ্গে জড়িত রয়েছে ৩৮ বছর আগের এক ঘটনা। ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারি পুলিসের গুলিতে চারজন প্রাণ হারান। রাতে ওই চারজনকে গোপনে দাহ করা হয়। নিহত চারজন নাকোদর গুরুদ্বারের বাইরে বিক্ষোভ দেখানোর সময়েই তাঁদের উপর গুলি চালায় পুলিস। অভিযোগ ওঠে শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানো হয়েছে। যে এলাকায় এই ঘটনা ঘটে সেখানকার থানার এসএইচও ছিলেন প্রাক্তন ওই পুলিস সুপার। কাজেই বুধবার তাঁর বাড়িতে হামলার সঙ্গে ৩৮ বছর আগের ওই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস।
5d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা