দেশ

হরিয়ানা ভোটের প্রস্তুতি শুরু করল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হরিয়ানায় ভোট পিছনোর প্রস্তাব দলকে বিপাকে ফেলতে পারে অনুমান করে তৎপরতা বাড়াল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।পূর্বঘোষিত সিদ্ধান্ত মেনেই দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক হয়েছে। রবিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে ওই বৈঠক হয়। জম্মু-কাশ্মীরের পাশাপাশিই হরিয়ানায় দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই এদিন এই বৈঠক করেছে বিজেপি। তাতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের শীর্ষ নেতারা। রাজ্য সফর সেরে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির অন্দরের খবর, আজ, সোমবার জন্মাষ্টমীর ছুটি থাকায় কাল, মঙ্গলবার দুই রাজ্যের বিধানসভা ভোটে দলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। সোজা কথায়, বিজেপি রাজ্য সভাপতি বা হরিয়ানার মুখ্যমন্ত্রীর বক্তব্যকে আমল দিতে রাজি নয় কেন্দ্রীয় নেতারা। কারণ ওই চিঠির পরেই কংগ্রেস প্রচার শুরু করেছে, হারের ভয়ে ভোট থেকে পালাতে চাইছে বিজেপি। এই প্রচার দলের জেতার সম্ভাবনায় ধাক্কা দিতে পারে অনুধাবন করেই, তড়িঘড়ি আসরে নেমেছেন মোদি-শাহরা। ড্যামেজ কন্ট্রোলে রাজ্যের প্রাক্তন স্বারষ্ট্রমন্ত্রী অনিল ভিজও এদিন বলেছেন, দল ভোটের জন্য তৈরি। আগামী কাল ভোট হলেও অসুবিধা নেই। দলের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় এবার সম্ভবত খুব বেশি চমকের পথে হাঁটবে না বিজেপি। বরং লোকসভা ভোটের ফলাফলের কথা মাথায় রেখে দলের তৃণমূলস্তরের নেতাদের একাংশকে প্রার্থী করা হতে পারে। সম্ভবত কারনাল বিধানসভা আসন থেকেই লড়বেন হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি। হরিয়ানায় ইতিমধ্যেই প্রায় ২০ হাজার বুথে নির্বাচনী কার্যালয় খুলেছে বিজেপি। একইসঙ্গে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে মহা জনসম্পর্ক অভিযান।
18d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা