দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

১২ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা, প্রকাশ্যে এল ওয়েডিং কার্ড

মুম্বই, ৩০ মে: চোখধাঁধানো প্রি-ওয়েডিং পর্ব সারার পর থেকেই চলছিল বিয়ের প্রস্তুতি। জল্পনায় উঠে আসছিল ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য একাধিক জায়গার নাম। এসবের মধ্যেই আজ, বৃহস্পতিবার প্রকাশ্যে এল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের তারিখ এবং ভ্যেনু। জানা গিয়েছে, আগামী ১২ জুলাই চারহাত এক হবে অনন্ত এবং রাধিকার। বিয়ে হবে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। হিন্দু বৈদিক রীতিতে সম্পন্ন হবে আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে। আমন্ত্রণপত্র ইতিমধ্যেই অতিথিদের হাতে পৌঁছতে শুরু করেছে। অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন সস্ত্রীক মুকেশ আম্বানি। লাল ও সোনালি রঙের কার্ডটি রীতিমতো নজর কেড়েছে। আগাগোড়া ভারতীয় সংস্কৃতি বজায় রেখেই বিয়ের কার্ডটি তৈরি করা হয়েছে। কার্ডের শুরুতেই রয়েছে সংস্কৃত শ্লোক। নজর কেড়েছে কার্ডে রাম-সীতার বিয়ের ছবিও। ওই কার্ডে রয়েছে আম্বানি পরিবারের প্রত্যেক সদস্যের নামও। কার্ডটিতে তিনদিনের অনুষ্ঠানের সূচি, কোন দিন কী অনুষ্ঠান হবে, ড্রেসকোড-সহ ইত্যাদি সমস্ত তথ্য দেওয়া রয়েছে। জানা গিয়েছে, আগামী ১২ জুলাই শুক্রবার শুভ পরিণয়ের অনুষ্ঠানের সূচনা হবে। এইদিন অভ্যাগতদের ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে আসার কথা বলা হয়েছে। এরপর ১৩ জুলাই থাকছে আশীর্বাদ পর্ব। সেদিনের অনুষ্ঠানের ড্রেস কোড ইন্ডিয়ান ফরম্যাল। শেষে ১৪ জুলাই হবে রিসেপশন। ওই দিনের ড্রেসকোড রাখা হয়েছে ইন্ডিয়ান চিক পোশাক।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা