দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রায় বাজির স্তুপে আগুন, অগ্নিদগ্ধ বহু, মৃত 

পুরী, ৩০ মে: জগন্নাথ দেবের চন্দন যাত্রায় বিপত্তি। অগ্নিদগ্ধ হলেন কমপক্ষে ১৫ জন। তাঁদের মধ্যে ইতিমধ্যইি মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল অর্থাৎ বুধবার রাতেই ওড়িশার পুরীতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে। পুরীর জগন্নাথ দেবের চন্দন যাত্রার সময়ে হঠাৎই বাজি বিস্ফোরণ হয়। আগুনে ঝলসে যান কমপক্ষে ১৫ জন পুণ্যার্থী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আতশবাজিতে আগুন লাগার ফলেই বিস্ফোরণটি হয়। সামনেই রথযাত্রা। তার জন্যই সেজে উঠছে ওড়িশার পুরী। তার আগে গতকাল জগন্নাথ দেবের চন্দন যাত্রার জন্য নরেন্দ্র পুষ্করিণী সরোবরে ভক্তরা জমায়েত করেছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন বাজি ফাটাচ্ছিলেন। মনে করা হচ্ছে, সেখান থেকেই কোনওভাবে আগুনের ফুলকি এসে পড়ে বাজির স্তুপের উপর। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ শুরু হয়। ঘটনাস্থলেই উপস্থিত প্রায় ১৫ জন ভক্ত অগ্নিদগ্ধ হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কেউ প্রাণে বাঁচাতে সরোবরেও ঝাঁপ দেন। এই ঘটনায় ১৫ জন আহতের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আহতদের চিকিৎসার সমস্ত খরচ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করা বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা