দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

বিজেপি প্রার্থী ব্রিজভূষণ-পুত্রের কনভয়ের ধাক্কায় মৃত ২, চাঞ্চল্য

গোন্ডা ও লখনউ: একজনের বয়স ১৭, অন্যজনের ২০ বছর। বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওষুধ কিনতে। উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসছিল কাইসারগঞ্জের বিজেপি প্রার্থী করণভূষণ সিংয়ের কনভয়। সেই কনভয়েরই একটি টয়োটা ফরচুনার পিষে দিল দুই অল্পবয়সিকে। পুলিস জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দু’জনের। উত্তরপ্রদেশের গোন্ডার বুধবারের এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি পথচারী এক মহিলা। কাইসারগঞ্জের বিজেপি প্রার্থী করণভূষণ হলেন বিদায়ী সাংসদ তথা কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংয়ের ছেলে। আন্তর্জাতিক পদকপ্রাপ্ত মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগে গত বছর শিরোনামে চলে আসে ব্রিজভূষণের নাম। সম্প্রতি আদালত তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করেছে। তীব্র সমালোচনা ও চাপের মুখে পড়ে ব্রিজভূষণকে এবার আর লোকসভা ভোটের টিকিট না দিয়ে তাঁর ছেলে করণকে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু ভোট মিটতেই বড় বিতর্কে ব্রিজভূষণ-পুত্র। কংগ্রেস সমালোচনা করে বলেছে, ক্ষমতার নেশায় বুঁদ ব্রিজভূষণের ছেলের কনভয় পিষে দিয়েছে কয়েকজনকে। তার থেকেও লজ্জাজনক বিষয়, দুর্ঘটনার শিকার মানুষগুলো যখন ছটফট করছে, তখন গাড়ি থামানোর প্রয়োজনই মনে করেননি তিনি। এটা বিজেপির অহংকারের নমুনা। লখিমপুর খেরির ঘটনা স্মরণ করিয়ে কংগ্রেস আরও বলেছে, সেখানেও একইভাবে মোদি সরকারের মন্ত্রীর ছেলে গাড়ির চাকায় কৃষকদের পিছে দিয়েছিলেন। এটাই বিজেপির চরিত্র। করণভূষণের কনভয়ের ঘাতক গাড়িটির সামনে ‘পুলিস এসকর্ট’ লেখা রয়েছে। অর্থাৎ সেটি যে ভিআইপি কনভয়ের অংশ, তা স্পষ্ট। গাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে নন্দিনীনগর এডুকেশনাল ইনস্টিটিউটের নামে। এই প্রতিষ্ঠানটি চালায় ব্রিজভূষণ সিংয়ের পরিবার। পুলিসে এফআইআর দায়ের করেছেন চন্দা বেগম নামে এক মহিলা। চন্দা জানিয়েছেন, তাঁর ছেলে রেহান খান (১৭) ও ভাইপো শেহজাদ খান (২০) বাইক নিয়ে ওষুধ কিনতে বেরিয়েছিলেন। সকাল ন’টা নাগাদ তাদের বাইকে বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে একটি এসইউভি। পুলিস সূত্রে খবর, দুর্ঘটনায় জখম মহিলার নাম সীতা দেবী (৬০)। তিনি হাসপাতালে ভর্তি। গাড়ির চালক লবকুশ শ্রীবাস্তবকে পুলিস গ্রেপ্তার করেছে। গাড়িটিকে আটক করা হয়েছে। এসএইচও নির্ভয় নারায়ণ সিং বলেন, ঘটনাস্থলেই দুই অল্পবয়সি ছেলের মৃত্যু হয়েছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, ঘাতক গাড়িটি বিজেপি প্রার্থী করণভূষণ সিংয়ের কনভয়ের অংশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ফেলে রেখে তাঁরা অন্য একটি গাড়িতে উঠে পালিয়ে যান। মৃতদের পরিবার সহ স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করে দাবি তোলেন, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পরে পুলিসের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে এসে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেন। পুলিসের আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা