দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

দিল্লি হিংসা মামলায় জামিন শারজিল ইমামের, এখনই মুক্তি নয় ছাত্রনেতার

নয়াদিল্লি: দিল্লি হিংসা মামলায় জামিন পেলেন ছাত্রনেতা শারজিল ইমাম। রবিবার রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। যদিও এখনই জেল থেকে বেরতে পারবেন না জওহরলাল নেহরু (জেএনইউ) বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক। ২০২০ সালের দিল্লিতে হিংসার বৃহত্তর ষড়যন্ত্র মামলাতেও অন্যতম অভিযুক্তের তালিকায় তাঁর নাম রয়েছে। সেই মামলায় জামিন পাননি তিনি। তাই আপাতত জেলেই থাকতে হবে শারজিলকে। দিল্লি হিংসার সময় জামিয়া এলাকায় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ ওঠে। তারপরই দেশদ্রোহ, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০২০ সালের জানুয়ারি মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। কিন্তু, চারবছর কেটে গেলেও জামিন পাচ্ছিলেন না তিনি। শারজিল যুক্তি দেন, ইউএপিএ-আওতায় মামলায় দোষী সাব্যস্ত হলে যত বছর কারাদণ্ড হওয়ার কথা, তার অর্ধেকের বেশিই তিনি জেলে কাটিয়ে ফেলেছেন। তাই তাঁকে জামিন দেওয়া হোক। যদিও এই যুক্তিকে কোনও গুরুত্বই দেয়নি নিম্ন আদালত। সেখানে জামিনের আবেদন খারিজ হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হন। সেখানেও একই যুক্তি তুলে ধরেন শারজিলের আইনজীবী। সরকার পক্ষ জামিনের বিরোধিতা করলেও লাভ হয়নি। বেঞ্চ জানায়, ইতিমধ্যে ইউএপিএ মামলায় সম্ভাব্য সাজার মেয়াদের অর্ধেকের বেশি জেলে কাটিয়ে ফেলেছেন শারজিল। তাই এই জামিন।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা