দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

কুড়ুল দিয়ে কুপিয়ে পরিবারের আট সদস্যকে খুন করে আত্মঘাতী গৃহকর্তা

ছিন্দওয়ারা, ২৯ মে: নৃশংস হত্যাকাণ্ড! পরিবারের আট সদস্যকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে আত্মহত্যা করলেন গৃহকর্তা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারার একটি আদিবাসী গ্রামে। ওই গৃহকর্তার নাম দীনেশ গোন্ড ওরফে ভুরা। তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে পুলিস। গতকাল, মঙ্গলবার গভীর রাতে যখন পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন কুড়ুল হাতে ঘরে প্রবেশ করেন দীনেশ। একে একে নিজের মা সিয়াবাঈ (৫৫), স্ত্রী বর্ষা (২৩), ভাই শ্রবণ কুমার (৩৫) ও ভ্রাতৃবধূকে কুপিয়ে খুন করেন। তারপরে নিজের বোন, ভাগ্নে ও দুই ভাগ্নিকেও কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন। মাঝরাতে দীনেশের বাড়ি থেকে চিৎকার শুনতে পেয়ে ছুটে যান এক প্রতিবেশী। তাঁকেও কুড়ুল দিয়ে আঘাত করেন দীনেশ। যদিও ওই প্রতিবেশী প্রাণে বেঁচে গিয়ে এলাকাবাসীদের বিষয়টি জানান। তারপরে প্রতিবেশীরা ঘটনাস্থলে গেলে দীনেশ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে বাড়ি থেকে ১০০ মিটার দূরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দীনেশের মৃতদেহ উদ্ধার হয়। প্রতিবেশীরা পুলিসকে খবর দেয়। কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে রহস্য কী? তদন্ত শুরু করেছে পুলিস। প্রতিবেশীরা জানিয়েছেন, বিয়ের পর থেকেই দীনেশের মানসিক রোগ বাড়ছিল। যার চিকিৎসাও শুরু হয়। কিন্তু তার মাঝেই দীনেশের এই কাণ্ড দেখে হতবাক প্রতিবেশীরা। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা