দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

দেশে ফিরলেই গ্রেপ্তার প্রোজ্জ্বল, সাফ জানালেন কর্ণাটকের মন্ত্রী

বেঙ্গালুরু: অশ্লীল ভিডিও কাণ্ডের মূল অভিযুক্ত প্রোজ্জ্বল রেভান্না দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে। জানিয়ে দিলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ জি পরমেশ্বর। তিনি জানান, জেডিএস সাংসদ প্রোজ্জ্বলকে কোথায় গ্রেপ্তার করা হবে, সেই বিষয়টি বিশেষ তদন্তকারী দল (সিট) ঠিক করবে। গত এপ্রিলে একের পর এক অশ্লীল ভিডিও প্রকাশ্যে আসার পরেই দেশ ছেড়েছিলেন প্রোজ্জ্বল। তিনি জার্মানিতে আত্মগোপন করে আছেন বলে সন্দেহ করা হচ্ছে। প্রোজ্জ্বলের খোঁজে ইন্টারপোলের তরফেও ব্লু কর্নার নোটিশ জারি করা হয়। অবশেষে গত সোমবার প্রোজ্জ্বল ভিডিও বার্তায় জানান, তিনি দেশে ফিরে সিটের তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।  ৩১ মে তাঁর দেশে ফেরার কথা। তবে প্রোজ্জ্বল তদন্তে সহযোগিতার কথা বললেও তাঁকে যে কর্ণাটক সরকার কোনওরকম রেয়াত করবে না, তা বুঝিয়ে দিয়েছেন পরমেশ্বর।  এর আগেও প্রোজ্জ্বল অজ্ঞাত স্থান থেকে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন, তিনি সিটের তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। তবে শেষ পর্যন্ত তিনি আসেননি। এবারও যদি সেরকম কিছু হয়? কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ‘যদি উনি না আসেন, তাহলে আইন তার নিজের পথে চলবে। আমি ওঁর ভিডিও দেখেছি। আমি জানি না কী কারণে উনি এই ভিডিও বানিয়েছেন। ইতিমধ্যেই ওঁর বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস রয়েছে। সিটের তরফেও তাঁকে নোটিস দেওয়া হয়েছে। চার্জশিট পরে দেওয়া হবে। আমরা চাই আগে সত্যি সামনে আসুক।’ ‘পলাতক’ সাংসদকে বিদেশের বিমানবন্দরেই গ্রেপ্তার করা হবে নাকি তাঁর দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করা হবে, সেই প্রশ্নের উত্তরে পরমেশ্বর বলেন, ‘এই নিয়ে সিট সিদ্ধান্ত নেবে। যা নিয়ম রয়েছে, তা মেনেই কাজ করা হবে।’ 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা