দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

মধ্যপ্রদেশ থেকে অপহরণ করে রাজস্থানে নিয়ে গিয়ে প্রতিবেশীকে অকথ্য অত্যাচার

ভোপাল: বিবাদের জেরে অপহরণ করে ভিনরাজ্যে নিয়ে গিয়ে প্রতিবেশীকে মহিলাদের পোশাক পরিয়ে মূত্র পানে বাধ্য করা হল। শুধু তাই নয়, অমানবিক অত্যাচারের ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এমনকী প্রতিবেশীর থেকে ২৫ লক্ষ টাকা তোলা চাওয়া হয় বলেও অভিযোগ। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। মধ্যপ্রদেশের গুনা জেলার ফতেগড় থানার ইন-চার্জ কৃপাল সিং বলেন, ২২ মে ১০ থেকে ১২ জন অপহরণকারী জিপে করে ওই ব্যক্তিকে রাজস্থানে নিয়ে যায়। প্রথমে ঝালওয়ার পরে পাটনে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করা হয়।
কৃপাল বলেন, ওই ব্যক্তির মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে ঘোরান হয়। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই স্থানীয় পুলিস ব্যবস্থা নেয়। তবে এতেও দমানো যায়নি অপহরণকারীদের। ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার আগে তিনদিনের মধ্যে ২০ লক্ষ টাকা দেওয়ার শর্ত দেওয়া হয়। এরপর মধ্যপ্রদেশে ফিরে এসে ফতেগড় থানায় প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। গুনার পুলিস সুপার সঞ্জীব সিনহা বলেন, ‘রাজস্থানে অত্যাচারের ঘটনা ঘটলেও তাঁকে অপহরণ করা হয়েছে মধ্যপ্রদেশ থেকে। ওই ব্যক্তি আমার কাছে এসেছিলেন। আমি তাঁকে ফতেপুর থানায় অভিযোগ জানাতে বলি।’ এদিকে, এই ঘটনা নিয়ে রাজনৈতিক রং লাগতে সময় লাগেনি। মুখ্যমন্ত্রী মোহন যাদব রাজ্য পরিচালনায় ব্যর্থ অভিযোগ তুলে তাঁর ইস্তফার দাবি করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে স্বরাষ্ট্র দপ্তর।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা