দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

ক্ষমতায় থাকতে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছেন মোদি, তোপ প্রিয়াঙ্কার

উনা (হিমাচল প্রদেশ): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় থাকার জন্য ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছেন। হিমাচল প্রদেশে এক নির্বাচনী জনসভায় এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেত্রী। মঙ্গলবার পাহাড়ি রাজ্যের উনা জেলার গাগরেতে দলের জনসভায় যোগ দেন প্রিয়াঙ্কা।  তাঁর ভাষণে তিনি কংগ্রেসের ইস্তাহার নিয়ে মোদির আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন। প্রিয়াঙ্কা বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশের প্রয়োজনে নিজের গয়নাও দান করেছিলেন। আর মোদি বলছেন কংগ্রেস নাকি আপনাদের মঙ্গলসূত্রে কে঩ড়ে নেবেন। প্রধানমন্ত্রীর মুখে এমন কথা শোভা পায় না।’ 
সম্প্রতি এক সাক্ষাৎকারে মোদি বলেন, পরমাত্মা তাঁকে পাঠিয়েছে বিশেষ কোনও কাজের জন্য। তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, ‘মোদি নিজেকে ভগবান বলে দাবি করছেন আর ভাবছেন ধর্মের নামে ভোট পাবেন। কিন্তু মানুষকে বোকা বানানো সহজ নয়।’ 
হিমাচল প্রদেশ আপেল চাষের জন্য বিখ্যাত। অথচ মোদি সরকার আমেরিকা থেকে আসা আপেলের রপ্তানি শুল্ক কমিয়ে দিয়েছে বলে দাবি করেন প্রিয়াঙ্কা। এর ফলে হিমাচলের আপেল চাষিরা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ তাঁর। কেন্দ্রীয় সরকার হিমাচলে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য না করলেও শিল্পপতিদের ১৬ লক্ষ কোটি টাকা মকুব করে দিয়েছে। প্রিয়াঙ্কা জানান, কেন্দ্র হিমাচলের বিপর্যয়কে ‘জাতীয় বিপর্যয়’ আখ্যাও দেয়নি বা কোনও বিশেষ প্যাকেজও ঘোষণা করেনি। উল্টে রাজ্যে নির্বাচিত কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে বিজেপি।  প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা মানুষের জন্য কাজ করি, ক্ষমতা বা টাকার জন্য নয়। কারণ এটা আমাদের কর্তব্য বলে মনে করি।’
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা