দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

দেশে একনায়কতন্ত্র চলছে: কেজরিওয়াল

নয়াদিল্লি:  টাকার বিনিময়ে বিধায়ক ‘কেনার চেষ্টা’ করছে বিজেপি। এই অভিযোগে সরব হয়েছিলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই দাবিতে সরব হয়েছিলেন আপ নেত্রী তথা মন্ত্রী আতিশীও। এর প্রতিবাদে আতিশীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বিজেপি নেতা প্রবীণশঙ্কর কাপুর। সেই মামলায় আপ নেত্রীকে সমন পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আজ বুধবার তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। আতিশীকে সমন পাঠানোর বিষয়টি নিয়ে ফের বিজেপিকে নিশানা করছেন কেজরিওয়াল।  তিনি বলেন, ‘আমি আগেই বলেছিলাম, এবার ওরা আতিশীকে গ্রেপ্তার করবে। পুরো বিষয়টি সেদিকেই এগচ্ছে। দেশে সম্পূর্ণ একনায়কতন্ত্র চলছে। মোদিজি যদি ফের ক্ষমতায় আসেন, তাহলে কোনও বিরোধী নেতাই আর জেলের বাইরে থাকবেন না। এখানে আপ বা অন্য কোনও বিশেষ দল নয়, স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ 
গত জানুয়ারি মাসে দিল্লির মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, দিল্লির সরকার ফেলে দিতে চাইছে বিজেপি। অন্তত ২১ জন বিধায়কের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে গেরুয়া শিবির। কমপক্ষে ৭ জন বিধায়কের কাছে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব গিয়েছে। প্রত্যেককে ২৫ কোটি টাকা অফার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। সাংবাদিক বৈঠকে আপ নেত্রী আতিশীও একই দাবি করেন। পদ্ম ব্রিগেড ‘অপারেশন লোটাস ২.০’ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, তাঁকেও নাকি বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আতিশী বলেছিলেন, ‘বিজেপি আমাকে জানিয়েছে, আমি যদি রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে চাই, তাহলে ওদের দলে যোগ দিতে হবে। যদি তা না করি, সেক্ষেত্রে ইডি এক মাসের মধ্যে আমাকে গ্রেপ্তার করবে।’ আতিশীর এই মন্তব্য খারিজ করে দেয় বিজেপি। দলের পক্ষ থেকে পুলিসের কাছে অভিযোগও দায়ের করা হয়। দলের সম্মানহানি হয়েছে বলে আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতা প্রবীণশঙ্কর । তাঁর দাবি ছিল, কেজরিওয়াল ও তাঁর দলের নেতাদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এই সব অভিযোগ জনমনে বিজেপি সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হচ্ছে। মানহানি মামলায় আপ প্রধানের নামও উল্লেখ করেছিলেন বিজেপি নেতা। তবে বুধবার কেবল আতিশীকেই হাজির দিতে বলা হয়েছে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা