দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

বিরোধীরা মুজরা করছে, বেফাঁস মোদি, শালীনতার সীমা ছাড়ালেন প্রধানমন্ত্রী, ফুঁসছে দেশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধীরা মুজরা করছে! আবারও শালীনতার সীমা ছাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিহারে, পাটলিপুত্রের সভায় এই ভাষাতেই তিনি আক্রমণ করলেন ‘ইন্ডিয়া’কে। বিরোধীদের কার্যত বাঊজির তকমা দিয়ে বললেন, ‘বিরোধীরা যতই মুজরা করুক, আমি বেঁচে থাকতে সংরক্ষণ বন্ধ হবে না। দলিত অথবা অনগ্রসরদের সংরক্ষণ বন্ধ করতে দেব না।’ দুপুরে প্রধানমন্ত্রীর এই বক্তব্য জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ। তামাম রাজনৈতিক মহল এবং বিরোধী মহাজোট প্রশ্ন তুলেছে, একজন প্রধানমন্ত্রীর মুখে এই ভাষা কীভাবে আসে? কংগ্রেস নেতা রাহুল গান্ধী তো এক্স হ্যান্ডলে লিখেই দিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর মুখের ভাষা এবং বিজেপির আসন— দুটোই লাগাতার খারাপের দিকে যাচ্ছে।’ প্রিয়াঙ্কা গান্ধীর আবার দাবি, ‘বিহারে আজ প্রধানমন্ত্রী যে ভাষা ব্যবহার করেছেন সেটা কল্পনা করা যায় না। ভারতের ইতিহাসে এরকম ভাষা কোনও প্রধানমন্ত্রী ব্যবহার করেননি।’ তৃণমূল মুখপাত্র শশী পাঁজা বলেছেন, ‘আমাদের সংস্কৃতিতে এরকম ভাষার স্থান নেই। প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত!’
প্রধানমন্ত্রী মোদি অবশ্য বিরোধীদের কথায় কোনওদিনই কর্ণপাত করেননি। লোকসভা ভোটের শেষ পর্ব এবং ফলপ্রকাশের সময় যত এগিয়ে আসছে, তত নিজের ১০ বছরের সযত্নলালিত সাফল্য প্রচার থেকে সরে যাচ্ছেন তিনি। হিন্দু-মুসলিম ইস্যুকে আঁকড়ে ধরে উন্নয়নের দাবিকে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন পিছনের সারিতে। কিন্তু এদিন শুধু ধর্ম নয়, প্রাদেশিক বিভাজন ও বিদ্বেষমূলক মন্তব্যের রাস্তাতেও হাঁটেন প্রধানমন্ত্রী। সাফ বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিদিন বিহারবাসীকে অপমান করে কথা বলছেন। তিনি বিহারী বিরোধী। অথচ আরজেডি কিংবা কংগ্রেস কোনও প্রতিবাদ করছে না। আরজেডি নিজেদের প্রতীক নিয়ে মুজরা করছে, অথচ তাদের বিহারীদের এই অপমানের প্রতিবাদ করার সাহস নেই।’
মোদির মুখে এভাবে বারবার ‘মুজরা’ শব্দটি উঠে আসায় জ্বলে উঠেছে বিরোধীরা। তাদের সাফ কথা, আমাদেরই মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে। একজন প্রধানমন্ত্রীর মুখে এ কী ভাষা! কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, ‘আমাদের আর কোনও ক্ষোভ নেই। কারণ আমরা এখন বুঝতে পারছি যে, মোদিজি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর মস্তিস্ক এমন সব ভাষা উপহার দিচ্ছে যে, প্রমাণিত হচ্ছে তিনি শালীনতার ভারসাম্য হারিয়েছেন। আমরা অমিত শাহ এবং জগৎপ্রকাশ নাড্ডাকে অনুরোধ করছি, মোদিজিকে প্রচারের এই পরিশ্রম থেকে মুক্তি দিন।’ আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদব বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ভাষাতেই স্পষ্ট যে, একদিকে তিনি ভয় পেয়েছেন। তাই নিজের প্রকৃত চেহারা নার্ভাস হয়ে প্রকাশ করে ফেলছেন। উন্নয়ন কিংবা সাধারণ মানুষের ইস্যু ছাড়া মোদিজি এখন সরাসরি বিদ্বেষ, অপশব্দ এবং ঘৃণার রাজনীতি করছেন।’ আম আদমি পার্টির সঞ্জয় সিংয়ের দাবি, প্রধানমন্ত্রীর উচিত এখনই ডাক্তারের কাছে যাওয়া! 
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা