দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

বকেয়া বিল নিয়ে কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালকে আলোচনার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: বকেয়া বিল বিতর্কে কেরলের রাজ্যপালকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের সঙ্গেও কথা বলার জন্য বুধবার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। দেশের শীর্ষ আদালতের আশা, বিল বিতর্কে রাজনৈতিক বিচক্ষণতারই পরিচয় দেওয়া হবে। এদিন রাজ্যপাল আরিফ মহম্মদ খানের হয়ে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামন। রাজ্য বিধানসভায় পাশ হওয়া আটটি বিলের মধ্যে সাতটি রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলগুলি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে রাজ্যপালের জন্য নির্দেশিকার আর্জি জানিয়েছিল কেরল সরকার। সেই আর্জি সংশোধনের ব্যাপারেও সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে।  
শীর্ষ আদালত বলেছে, রাজ্যপাল আটকে থাকা বিলগুলি সম্পর্কে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। একটা গ্রহণযোগ্য সমাধান সূত্র বের করার জন্য এই পদক্ষেপ নিতে হবে। প্রসঙ্গত, রাজ্য সরকারের পক্ষে সিনিয়র আইনজীবী কে কে বেণুগোপাল বলেছিলেন, সংশ্লিষ্ট বিলগুলি দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পড়ে থাকতে পারে না। 
8Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা