দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

ভারতে আইনি সংস্কার বিনিয়োগে উৎসাহ
জোগাবে, দাবি আইনমন্ত্রী মেঘওয়ালের

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতে আইনি সংস্কার এক অন্য মাত্রায় পৌঁছেছে। এমনই দাবি কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালের। সোমবার লন্ডনে ‘ভারত-ব্রিটেন বাণিজ্যিক বিরোধের মধ্যস্থতা’ শীর্ষক সম্মেলনে (দ্বিতীয় সংস্করণ) তিনি এই মন্তব্য করেছেন। এই সম্মেলনের লক্ষ্য, ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্যিক বিরোধের নিষ্পত্তির বিষয়ে মূল্যবান তথ্যতুলে ধরা। মেঘওয়ালের ব্যাখ্যা, মোদি সরকার এক্ষেত্রে কেবল বিনিয়োগকারীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টিই নিশ্চিত করেনি, বরং আদালতের বোঝাও কমিয়েছে। ভারতকে বিশ্বব্যাপী একটি সালিশি কেন্দ্র হিসাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। আইনমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত, বিরোধ নিষ্পত্তি সহ ভারত সরকারের গৃহিত বিভিন্ন সংস্কার বিনিয়োগকারীদের অবশ্যই উৎসাহ জোগাবে। আর, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য উৎসেচক হিসেবে কাজ করবে। পাশাপাশি, ভারত-ব্রিটেন সম্পর্ককে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।’ 
এই সম্মেলনের যৌথ আয়োজক ছিল ইন্ডিয়ান কাউন্সিল অব আরবিট্রেশন (আইসিএ) এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ফিকি)। এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি। তিনি বলেন, সম্মেলনটি ভারত-ব্রিটেন বাণিজ্যিক বিরোধের মধ্যস্থতার চ্যালেঞ্জ এবং সুযোগের গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরতে সাহায্য করবে। ভারতের প্রাক্তন সলিসিটার জেনারেল তথা ব্ল্যাকস্টোন চেম্বার্সের সদস্য হরিশ সালভে কে সি, বাণিজ্যিক বিরোধের মধ্যস্থতার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ব্রিটেনে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার সুজিত ঘোষ ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সালিশি সম্পর্ক জোরদার করার গুরুত্বের উপর জোর দেন। সম্মেলনটি শুরু হয় ইন্ডিয়ান কাউন্সিল অব আরবিট্রেশনের ডিজি অরুণ চাওলার স্বাগত ভাষণের মাধ্যমে। সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ইন্ডিয়ান কাউন্সিল অব আরবিট্রেশনের সহ-সভাপতি তথা ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী গীতা লুথরা।
13Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা