দক্ষিণবঙ্গ

হোগলবেড়িয়ার মেলায় সস্তায় মেলে কাঠের আসবাব

সংবাদদাতা, করিমপুর: মা নস্করীর প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে মেলা শেষ হয়ে গেলেও ভাঙা মেলায় কাঠের আসবাবপত্র কেনাকাটা চলছে জোরকদমে। হোগলবেড়িয়ার বহু প্রাচীন নস্করী মায়ের পুজো উপলক্ষ্যে বিরাট মেলা বসে। সেই মেলায় বিভিন্ন খাবার থেকে নাগরদোলা, লোহার জিনিস থেকে মনোহারী দোকানের পাশাপাশি বিরাট এলাকাজুড়ে কাঠের জানালা, দরজা, টেবিল, চেয়ার, খাট কিংবা অন্যান্য আসবাব বিক্রি হয়। করিমপুর ও আশপাশের জেলার বহু মানুষ অপেক্ষায় থাকেন এই মেলা থেকে আসবাব কেনার জন্য। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক বছর আগে থেকে এই মেলায় কাঠের আসবাব বিক্রি হয়ে আসছে। একটা সময় ছিল যখন এলাকার গরিব মানুষের দিনমজুর খেটে পঞ্চাশ টাকাও আয় হতো না। সেই সময়ে অনেককে মাটির ঘরের মেঝেতে শুয়ে ঘুমোতে হতো। তখন একটা কাঠের চৌকি কেনাও সম্ভব ছিল না অনেকের। এই মেলায় কম দামে চৌকি কেনার সুযোগ হতো। হোগলবেড়িয়ার প্রিয়তোষ সরকার বলেন, খুব ছোট থেকেই এই মেলায় প্রধান আকর্ষণ কাঠের জিনিসপত্র। কাঠের জিনিস কেনার হলে অনেকেই সস্তায় এই মেলা থেকে কিনবেন বলে অপেক্ষায় থাকেন। আগে এই মেলা বড় হলেও জায়গার অভাবে এখন কিছুটা ছোট হয়েছে। কিন্তু আসবাবপত্রের বিক্রি বেড়েছে। সোমবার থেকে মেলার অন্যান্য দোকানপাট উঠে গেলেও কাঠের আসবাব কেনাকাটা চলছে। ভালো বিক্রি হওয়ায় মঙ্গলবারও কারখানা থেকে মাল আনছেন ব্যবসায়ীরা। চাকদহ থেকে আসা কাঠের ব্যবসায়ী দীপক সাহা বলেন, এখানে নদীয়া মুর্শিদাবাদের বহু মানুষ নস্করী মাকে দেখতে আসেন। তাঁদের অনেকে কাঠের মেলায় ভিড় করেন। কম দামে কাঠের প্রয়োজনীয় জিনিস কেনেন। মহাষষ্ঠী থেকে মেলা শুরু হলেও কাঠের আসবাব বিক্রি হয় নবমী থেকে।
10h 10m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা