দক্ষিণবঙ্গ

দেবীর কাছে প্রার্থনায় বেড়েছিল ফলন, লক্ষ্মী ঘিরে উৎসাহ গোপগ্রামে

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বারবার জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের মাথায় হাত পড়েছিল। একসময় দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করেই সুফল মেলে। সেবছর থেকে ধানের ফলন বাড়তে শুরু করে। দেবীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মেদিনীপুর সদর ব্লকের গোপগ্রামের পাত্রবাড়িতে ১৯৬২ সালে লক্ষ্মীপুজো শুরু হয়েছিল। এবছরও পুজো ঘিরে পুরো গ্রামে সাজোসাজো রব পড়েছে।
এবছর পুজোয় থাকছে কলকাতার চিৎপুরের যাত্রাপালা। যাত্রাপালার পাশাপাশি গ্রামেই মেলা বসে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন। প্রায় পাঁচ-ছ’হাজার মানুষের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। এবছর রেকর্ড ভিড় হবে। পাত্রবাড়ির কর্তা বলাইচন্দ্র পাত্র বলেন, চারদিন ধরে পুজো চলে। ঝাড়গ্রাম থেকেও মানুষ ঠাকুর ও মেলা দেখতে আসেন। সবচেয়ে বেশি ভিড় হয় কলকাতার যাত্রাপালা দেখতে। ১৯৬১ সালে পাত্রবাড়ির প্রায় পাঁচ বিঘা জমির ধান নষ্ট হয়ে যায়। জমিতে ধানের ফলনও কম হচ্ছিল। ধান দেখতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলাইবাবু। তিনি বলেন, সেসময় আমার কানে শঙ্খধ্বনি ভেসে আসে। মনখারাপের মাঝেই এক চাষিকে জিজ্ঞাসা করি, কী পুজো হচ্ছে? সেই চাষি জবাবে বলেন ‘লক্ষ্মী মায়ের আরাধনা’। তখন মায়ের উদ্দেশে বলি, ধান সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে শক্তি দিন। আমি আপনার পুজো করব। এরপর থেকে আর ধানচাষ নিয়ে সমস্যায় পড়তে হয়নি। ফলন ব্যাপক বেড়ে যায়। সেজন্য ১৯৬২ সাল থেকেই এই বাড়িতে লক্ষ্মীপুজো শুরু হয়।বলাইবাবু বলেন, প্রথম বছর থেকেই এই পুজোকে ঘিরে গ্রামের মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পরবর্তীকালে গ্রামের ভিতরে মন্দির তৈরি করা হয়। সেখানে নিত্যদিন লক্ষ্মীনারায়ণের আরাধনা হয়। পুজোর সময় মেদিনীপুর শহর থেকে লক্ষ্মীপ্রতিমা আনা হয়। এবছর প্রসাদে গুড় ও চিঁড়ে দেওয়া হবে। পাত্র পরিবারের সদস্য হেমন্তকুমার পাত্র বলেন, পরিবারের সমস্ত সদস্য পুজোর সময় আসেন। কয়েক মাস আগেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। 
10h 10m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা