দক্ষিণবঙ্গ

খাগড়াগড়ের পর অন্তরালে থেকে জঙ্গি কার্যকলাপ বিস্তার সালেহার

সুখেন্দু পাল, বর্ধমান: বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের বিস্তার ঘটাতে জসীমউদ্দিন রহমানি বড় ভূমিকা নিয়েছে। আর এদেশে সেই কাজ করেছে সালাউদ্দিন সালেহা। বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পর থেকে সে ফেরার রয়েছে। দেশের সমস্ত গোয়েন্দা সংস্থা তার খোঁজে তল্লাশি শুরু করে। কিন্তু সে অন্তরালে থেকেই জঙ্গি সংগঠন বিস্তার করে চলছে। 
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জঙ্গি সংগঠনের একাংশের সঙ্গে বিবাদে জড়িয়ে সে নব্য জেএমবি তৈরি করে। কিন্তু গোয়েন্দারা এই সংগঠনের অনেককেই পাকড়াও করে ফেলে। তাদের মধ্যে অন্যতম ছিল মুর্শিদাবাদের সূতির আব্দুল করিম ওরফে বড় করিম। ২০১৮ সালে সে বুদ্ধগয়ায় বিস্ফোরণের ছক কষে। খাগড়াগড়েও তার যাতায়াত ছিল। দীর্ঘদিন ধরে ফেরার থাকার পর লকডাউনের সময় সে গ্রেপ্তার হয়। গোয়েন্দাদের দাবি, নব্য জেএমবি সংগঠন আর্থিকভাবে ধুঁকছিল। টাকার ঘাটতি মেটাতে তারা বিভিন্ন জায়গায় ডাকাতির ছক কষে। সেই চেষ্টাও ব্যর্থ হয়। এসব কারণে জেএমবির ছত্রচ্ছায়ায় থাকা জঙ্গিরা অন্য সংগঠনে নাম লেখায়। সালাউদ্দিন সালেহার সঙ্গেও আনসারুল্লাহ বাংলা টিম বা ‘এবিটি’র সম্পর্ক গড়ে ওঠে। গোয়েন্দারা জানতে পেরেছে, সংগঠনে সে ‘বাংলার বাঘ’ নামে পরিচিত। সে অন্তরালে থেকেই গয়া, জম্মু কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় গিয়ে প্রশিক্ষণ দিয়েছে। এরাজ্যেও তার গতিবিধি রয়েছে। 
এক আধিকারিক বলেন, সালেহা বিভিন্ন নামে পরিচিত। সে কখনওই ফোন বা অন্য প্রযুক্তি ব্যবহার করে না। চিরকুটের মাধ্যমে খবর পাঠায়। এরাজ্যের মালদহ, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় এবিটির স্লিপার সেল রয়েছে। অনলাইন রিক্রুমেন্টের কাজ করার জন্য তাদের আলাদা ইউনিট রয়েছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের আগে পর্যন্ত তারা এরাজ্যকে ‘আশ্রয় জোন’ হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু এখন তাদের টার্গেট বদলে গিয়েছে। তাদের প্রথম টার্গেট ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো। সেই উদ্দেশ্যে পূরণের পর তারা বৃহত্তর বাংলাদেশ গঠনের টার্গেট নিয়েছে। সংগঠনের মাস্টারমাইন্ডরা জাল থেকে বেরিয়ে গিয়েছে। তারা প্রকাশ্যেই ‘সেভেন সিস্টার’ দখলের হুমকি দিচ্ছে। তারা এখন মূলত উত্তরবঙ্গকে টার্গেট করেছে। সেই কারণেই শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় গোয়েন্দারা নজরদারি বাড়িয়েছে। 
আর এক আধিকারিক বলেন, সালাউদ্দিনের মতো আরও অনেকেই দীর্ঘদিন ধরে অধরা রয়েছে। খাগড়াগড়ে তাদের যাতায়াত ছিল। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যুক্ত অনেকে জেলে রয়েছে। তারা সেখানে বসে সংগঠন বিস্তারের কাজ চালিয়ে যাচ্ছে কিনা সেদিকেও গোয়েন্দাদের নজরে রয়েছে। তবে এবিটির প্রথম সারির কয়েকজন নেতাকে গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। সংগঠনের জাল কতদূর বিস্তার করেছে তা তাদের জেরা করে গোয়েন্দারা জানার চেষ্টা করছে। একাধিক গোয়েন্দা সংস্থা সমন্বয় রেখে কাজ করছে। এছাড়া রাজ্য পুলিসকেও সতর্ক করা হয়েছে।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা