দক্ষিণবঙ্গ

নবগ্রামে বাঁশের সাঁকো ভেঙে গাড়ি পড়ল নদীতে, জখম ছ’জন

সংবাদদাতা, কান্দি ও লালবাগ: বাঁশের সাঁকো ভেঙে ব্রাহ্মণী নদীতে পড়ল চার চাকা গাড়ি। সাঁকো থেকে প্রায় ৪০ ফুট নীচে পড়ায় গাড়িটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নদীতে কম জল থাকায় এই ঘটনায় কারও প্রাণ না গেলেও জখম হয়েছেন গাড়ির ছয় যাত্রী। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে নবগ্রাম ও খড়গ্রাম থানার পুলিস জখমদের উদ্বার করে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। খড়গ্রাম থানার পুলিস গাড়িটি উদ্ধার করেছে। এই ঘটনায় কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং বলেন, বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে। তবে ওই সাঁকো অবৈধভাবে নির্মাণ করা হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ব্রাহ্মণী নদীর ওই বাঁশের ব্রিজের পূর্ব দিকে রয়েছে নবগ্রাম থানার জাফরপুর ও পশ্চিমে রয়েছে খড়গ্রাম থানার নামু যাদবপুর গ্রাম। বাসিন্দারা জানিয়েছেন, প্রায় ১২ বছর আগে স্থানীয়রা ওই নদীর উপর বাঁশ, তালগাছ ও কাঠ দিয়ে সাঁকোটি তৈরি করেছিলেন। জাফরপুর গ্রামের কয়েকজন সাঁকোর রক্ষণাবেক্ষণ করত। এমনকি পারাপারের জন্য টাকা নিত ওই কয়েকজন। তিন বছর আগে সেচ দপ্তর ওই অবৈধ সাঁকো ভেঙে ফেলার উদ্যোগ নিলে স্থানীয় বাসিন্দারা তাতে বাধা দেন। তারপর থেকে বহাল তবিয়তেই সাঁকো দিয়ে চলছিল যানবাহন পারাপার। সেচ দপ্তরের কান্দি মহকুমা আধিকারিক সুনীলকুমার চট্টোপাধ্যায় বলেন, ওই সাঁকো তৈরির ব্যাপারে আমাদের কোনও অনুমতি নেওয়া হয়নি। কাজেই এবিষয়ে আমরা কিছুই বলতে পারব না।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন দুপুরে গাড়িটি ওই সাঁকো পর হচ্ছিল। কিছুটা যাওয়ার পরেই সাঁকোর রেলিং ভেঙে গাড়িটি নদীতে পড়ে যায়। নদীতে অল্প জল ছিল।  প্রায় ৪০ ফুট নীচে পড়ায় গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত গাড়ির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করে পুলিসকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবগ্রাম থানার পুলিস। খড়গ্রাম থানার ঝিল্লি ফাঁড়ি থেকেও দু’জন পুলিস কর্মী আসেন। পুলিসের পক্ষ থেকে জখমদের নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কান্দির উদয়চাঁদপুরের বাসিন্দা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি চালক মোশারফ শেখ বলেন, কিছুদূর যাওয়ার পরেই সাঁকোটি প্রচণ্ড দুলতে থাকে। এরপরই ভেঙে পড়লে গাড়ি নিয়ে নদীতে পড়ে যায়। খড়গ্রাম থানার পুলিস জানিয়েছে, দুর্ঘটনায় জখমদের হাসপাতালে পাঠান হয়েছে। গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা ওই অবৈধ সাঁকো ভেঙে ফেলার দাবি জানিয়েছিন। এক বাসিন্দা বলেন, প্রতিদিন এই সাঁকো দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে অসংখ্য ছাত্রছাত্রী থেকে ছোট গাড়ি, বাইক পারাপার করে। - নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা