দক্ষিণবঙ্গ

বোলপুরে তৃণমূল জেলা কমিটির বৈঠক, পিছিয়ে থাকা বুথগুলি নিয়ে আলোচনা

সংবাদদাতা, শান্তিনিকেতন: রবিবার বোলপুরে তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠক হল। দীর্ঘ আড়াই বছর পর অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে এদিনের বৈঠকে আলোচনা মূলত জেলার যে বুথগুলিতে তৃণমূল পিছিয়ে রয়েছে সেগুলি পর্যালোচনা করা হল। কী কারণে সেখানে পরাজিত হতে হয়েছে তার বিশ্লেষণ করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাপতি কাজল শেখ, বীরভূমের দুই সাংসদ অসিত মাল ও শতাব্দী রায়, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা সহ সকল নেতারা। পাশাপাশি প্রত্যেক ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান সহ জেলার প্রত্যেক কমিটির নেতারা। 
১ জানুয়ারির পর থেকে জেলাজুড়ে বুথ ভিত্তিক পর্যালোচনা শুরু করবে তৃণমূল। রবিবার বোলপুরে জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠকের পর এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানান অনুব্রত মণ্ডল। যে সমস্ত বুথে দল পরাজিত হয়েছে, সেখানে বিশেষ নজর দেওয়া হবে। ওই এলাকার বিধায়ক সহ অঞ্চল সভাপতি, সেই বুথের সভাপতি, প্রধান, উপপ্রধান মোট ১০ জন নিয়ে সমীক্ষা বৈঠক করা হবে। তার সঙ্গেই বীরভূমের তিনটি শহর, বোলপুর, সিউড়ি ও রামপুরহাটেও পরাজিত হতে হয়েছে তৃণমূলকে, সেই ব্যাপারেও পর্যালোচনা করা হবে। আগামী বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১টি ও পূর্ব বর্ধমানের তিনটি আসনেই তৃণমূল জয়লাভ করবে। সেই লক্ষ্য নিয়েই এখন থেকেই পরিকল্পনা শুরু করা হয়েছে। ২৬ জানুয়ারির পর থেকে তা নিয়ে বৈঠক শুরু হবে।
অনুব্রত মণ্ডল বলেন, বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তু সকলে একসঙ্গে চলতে হবে। আগামী ১ তারিখ থেকে ৩০ তারিখ অবধি দলীয় কর্মসূচিগুলি সফল করতে হবে। এছাড়াও আরও নানা অভ্যন্তরীণ বিষয় রয়েছে যা আমরা আলোচনা করেছি। তা আগামীতে বাস্তবায়িত করা হবে।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা