দক্ষিণবঙ্গ

মেলায় টেরাকোটার গয়না কিনতে ঝোঁক, খুশি শিল্পীরা
 

সংবাদদাতা, নবদ্বীপ: শীতের মরশুমে নদীয়া জেলা সহ রাজ্যের নানা জায়গায় মেলা, উৎসব আয়োজন হয়ে চলেছে। আর সেসব মেলায় লেটেস্ট ফ্যাশনের অঙ্গ হিসেবে টেরাকোটার গয়না কিনতে মহিলাদের ঝোঁক দেখা যাচ্ছে। মেলায় পোড়ামাটির তৈরি এই গয়না বিক্রি করে লাভের মুখ দেখছেন নবদ্বীপের শিল্পীরা। চাহিদা বেড়ে যাওয়ায় টেরাকোটার গয়নাশিল্পীদের এখন নাওয়াখাওয়ার সময় নেই।
নবদ্বীপ শহরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্লনগর, জগদীশপল্লি এলাকায় বেশ কিছু কারখানা ও বাড়িতে এই পোড়ামাটির গয়না তৈরি হয়। রকমারি গলার হার, চুড়ি, কানের দুল, নাকের নথ, টিকলি, এমনকী, পায়ের তোড়া পর্যন্ত তৈরি হচ্ছে পোড়ামাটি দিয়ে। এখানকার তৈরি গয়না শিলিগুড়ি, বোলপুর, মেদিনীপুর, কলকাতা সহ রাজ্যের বাইরে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুতেও পাড়ি দিচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে রাজ্যের বিভিন্ন জায়গায় হস্তশিল্প মেলা আয়োজিত হচ্ছে। আর সেসব মেলায় নবদ্বীপের টেরাকোটার গয়না বিক্রির একটা বড় বাজার তৈরি হয়েছে।
শিল্পীরা জানালেন, এই গয়না তৈরির জন্য দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং ও বর্ধমান থেকে এঁটেল মাটি আনতে হয়। মাঝারি সাইজের এক লরি মাটির দাম পড়ে যায় প্রায় ২৮ হাজার টাকা। সেই মাটি প্রথমে খুব ভালোভাবে মেখে নিতে হয়। তারপর তা দিয়ে বিভিন্ন আকারের গয়না তৈরি করা হয়। পরে সেই কাঁচা মাটির গয়না ভাটির আগুনের আঁচে পোড়াতে হয়। এরপর তুলির টানে রং ও বিভিন্ন কারুকার্য করা হয়।
টেরাকোটার গয়নার কারিগর প্রসেনজিৎ দাস, ইন্দ্রনীল বিশ্বাস বলেন, ১০-১২ ঘণ্টা কারখানায় ডিউটি করি। এসব গয়না প্যাকেটবন্দি করার কাজ মহিলারা বাড়িতে বসেই করেন। রেলগেট কলাবাগানের বাসিন্দা সাথী কুণ্ডু বলেন, একবছর ধরে এই কাজ করছি। গয়না পোড়ানোর পর আমি  সেগুলো রং করি। নবদ্বীপের প্রফুল্লনগরের বাসিন্দা মৃণাল দেবনাথ বলেন, আমি কাজ শেখার পর ২২ বছর আগে নিজেই কারখানা চালু করেছি। আমার এখানে প্রায় ৭০ জন কারিগর ও তাঁদের পরিবার এই কাজ করে। অনেক মহিলা এই কাজের সঙ্গে যুক্ত আছেন। অনেকেই এখান থেকে গয়না নিয়ে বিভিন্ন মেলায় স্টল দিচ্ছেন। ২০১৩-১৪ সালে হস্তশিল্প মেলায় রাজ্য সরকারের তরফে পুরস্কৃত হয়েছি। এধরনের শিল্পের জন্য ঋণের ব্যবস্থা আছে। কিন্তু অনেক ঘোরাঘুরি করেও ঋণ পাইনি।নবদ্বীপের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পারুল দেবনাথ বলেন, একসময় এই এলাকায় তাঁতশিল্পের রমরমা ছিল। তাঁতশিল্পের বাজার মন্দা হওয়ায় বহু মানুষ টেরাকোটার গয়না তৈরি করে স্বনির্ভর হয়েছেন। এই শিল্পীদের সরকারি সুযোগ-সুবিধা দিতে আমরা পাশে থাকব।
(মেলায় সৃষ্টিতে মগ্ন শিল্পীরা। নিজস্ব চিত্র)
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা