দক্ষিণবঙ্গ

দাঁতনে বেহাল রাস্তায় বাস দুর্ঘটনা, জখম ২২ যাত্রী

সংবাদদাতা, বেলদা: বেহাল রাস্তার কারণে রবিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বেসরকারি বাস। দাঁতন থানার খন্ডরুই এলাকায় এই দুর্ঘটনায় প্রায় ২২জন যাত্রী জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে খন্ডরুই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধার করেছে দাঁতন থানার পুলিস। এক দশকেরও বেশি সময় ধরে বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভ জমছে স্থানীয়দের মধ্যে। 
মোহনপুরের পুরুনিয়া থেকে মেদিনীপুর যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। রাস্তা থেকে নয়নজুলিতে গিয়ে উল্টে পড়ে। জখম যাত্রীদের স্থানীয়দের সহযোগিতায় খণ্ডরুই গ্রামীণ হাসপাতালে ভর্তি করে দাঁতন থানার পুলিস। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিস এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে মোহনপুর থেকে দাঁতন-২ ব্লকের ধনেশ্বরপুর পর্যন্ত ২৪কিলোমিটার রাস্তা বেহাল। বর্ষার সময় খানাখন্দে ভর্তি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও এই রাস্তা সংস্কারের কোনও ব্যবস্থাই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রী প্রিয়াঙ্কা মালাকার বলেন, রাস্তা এতটাই খানাখন্দে ভর্তি ছিল যে আমাদের বাসটি একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ে। এলাকার বাসিন্দা আনোয়ার শেখ বলেন, রাস্তা খারাপের জন্য নিত্যদিন দুর্ঘটনা লেগেই থাকে। চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। আজকের দুর্ঘটনার জন্য এই বেহাল রাস্তাই দায়ী। রাস্তা সংস্কারের জন্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কোনও লাভ হয়নি। এই রাস্তা দ্রুত সংস্কার না হলে আগামী দিনে আমরা আন্দোলনে নামব। এলাকার বাসিন্দা তথা দাঁতন-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইফতেখার আলি বলেন, এই রাস্তাটি জেলা পরিষদের অধীনে রয়েছে। প্রায় ২৪ কিলোমিটার এই রাস্তার মধ্যে ৮কিলোমিটার রাস্তা পূর্তদপ্তর হাতে নিয়েছে। বাকি ১৬ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য রাজ্য থেকে ১৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে। -নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা