দক্ষিণবঙ্গ

তৈরি হয়ে পড়ে আছে ছাত্রাবাস, কান্দিতে চালু হল না চার বছরেও

সংবাদদাতা, কান্দি: চার বছর আগেই তৈরি হয়েছে ছাত্রাবাস। কিন্তু অজানা কারণে সেটি আজও চালু হল না। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে সরকারি সম্পত্তি পড়ে পড়ে নষ্ট হওয়ার অভিযোগ তুলছেন বাসিন্দারা। ঘটনা কান্দি ব্লকের হিজল পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুরের কাছে। ওই হস্টেল চালু হলে প্রায় ৮০ জন তফসিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্র সেখানে থেকে পড়াশুনা চালাতে পারত। কিন্তু তা না হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জন্মেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্দির শীতলাতলা থেকে একটি নতুন রাস্তা বহরমপুর ব্লকের সাটুই পর্যন্ত চলে গিয়েছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে ওই রাস্তা তৈরি করা হয়েছে। ওই রাস্তা শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে ঢোকার প্রায় ৫০০ মিটার আগে রয়েছে নির্মীয়মাণ ছাত্রাবাসটি। ছ’টি ঘর রয়েছে তাতে।
ছাত্রাবাসটি দেখেই বোঝা যায় যে, কয়েকবছর আগেই কাজ শেষ হয়েছে। দেওয়ালে নীল সাদা রং করা হয়েছে। কিন্তু ভিতরে কেউ নেই। তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। বর্ষার জলে দেওয়ালের গায়ে শ্যাওলা জন্মেছে। বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনায় ভর্তি রয়েছে।
কান্দির হিজল এলাকায় অসংখ্য তফসিলি জাতি ও উপজাতি পরিবারের বসবাস। সুভাষনগর, শ্রীকৃষ্ণপুর, গোপালপুর ইত্যাদি গ্রামগুলি তফসিলি অধ্যুষিত এলাকা। ওইসব গ্রামের প্রচুর ছাত্রছাত্রী বিভিন্ন বিদ্যালয়ে পড়াশুনা করে। কিন্তু ছাত্রাবাসের সুবিধা না থাকায় তাদের দূরের স্কুলে গিয়ে পড়াশুনা করতে হয়। যে কারণে বাসিন্দারা চরম ক্ষুব্ধ। সুভাষনগর গ্রামের বাসিন্দা সুখি মুর্মু বলেন, আমাদের পরিবারের তিনজন ছেলে পড়াশোনা করে। ওরা প্রত্যেকেই নবগ্রামের একটি স্কুলের হস্টেলে থাকে। অথচ গ্রামের কাছে হস্টেল হলেও সেটি চালু হল না। এটি চালু হলে গ্রামের অনেক পরিবার উপকৃত হতো।
ওই হস্টেল থেকে প্রায় ৫০০ মিটার দূরে রয়েছে শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়। সেখানে প্রায় সাড়ে ৬০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে। ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা কান্দি পঞ্চায়েত সমিতির সদস্য গোপাল মজুমদার বলেন, খুবই দুঃখের বিষয় যে ছাত্রাবাস তৈরির পরেও অজানা কারণে সেটি চালু হল না। এ নিয়ে কান্দির বিডিওকে আমরা লিখিত জানিয়েছি। প্রশাসনের কোনও উত্তর নেই। হস্টেল চালু হলে তফসিলি জাতি ও উপজাতি পরিবারের ছাত্রদের সুবিধে হতো। যদিও বাসিন্দারা জানিয়েছে, ছাত্রাবাসের কাজ শেষ হলেও অনেক সমস্যা রয়ে গিয়েছে। ছাত্রাবাসটি রাস্তা থেকে প্রায় ১১ ফুট নীচে রয়েছে। ছাত্রাবাসে পৌঁছনোর মতো কোনও রাস্তা নেই। বৃষ্টি হলেই ছাত্রাবাসের নীচে এক হাঁটু জল তিনমাস ধরে জমে থাকে। ছাত্রবাসের ভিতরে চেয়ার টেবিল নেই। নেই নিরাপত্তা রক্ষীও। কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, ছাত্রাবাস চালু করার জন্য আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কেন এটি চালু হল না বুঝতে পারছি না। এটি চালু হলে সরকারি খরচায় তফসিলি পরিবারের ছাত্রদের উপকার হতো। আমরা হতাশ। কান্দির বিডিও শ্রীকুমার ভট্টাচার্য্য বলেন, এমন ঘটনার কথা জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। যদিও কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, যদি এমন ঘটে থাকে তো খুব উদ্বেগের। বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানো হবে।-নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা