দক্ষিণবঙ্গ

‘অম্রুত’-এর পাইপলাইন বসাতে খোঁড়াখুঁড়ি  রাস্তার দফারফা, শহরবাসীর নরকযন্ত্রণা

গণেন্দ্র বন্দ্যোপাধ্যায়, বর্ধমান: অম্রুত প্রকল্পে পাইপলাইন বসানোর কাজ শুরু হওয়ার পর খুশি হয়েছিলেন শহরবাসী। কিন্তু, পাইপলাইন বসানোর জন্য রাস্তাঘাট খোঁড়ায় এভাবে যে ‘নরক যন্ত্রণা’ ভোগ করতে হবে, তা কল্পনাতেও আসেনি। তিন বছরেরও বেশি সময় ধরে শহরে পাইপ লাইন বসানোর কাজ চলছে। কখনও পাইপ লাইন বসানোর জন্য, কখনও বাড়িতে সংযোগ দেওয়ার নামে, আবার কখনও পাইপে লিক দেখা দেওয়ায় রাস্তা খুঁড়তে হচ্ছে। বারাবার এই খোঁড়াখুঁড়িতে রাস্তার দফারফা হয়ে গিয়েছে। এনিয়ে বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। রাস্তার বেহাল অবস্থার জন্য পুরসভার পাশাপাশি কাউন্সিলারদেরও কাঠগড়ায় তুলছেন তাঁরা। বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলাররা তৎপর হলে রাস্তার সমস্যা আগেই দূর করা সম্ভব হতো। যদিও তা মানতে নারাজ কাউন্সিলাররা। তাঁরা বলছেন, অম্রুত প্রকল্প রূপায়ণের পরিকল্পনায় ত্রুটি রয়েছে। পুরো কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রাস্তা সংস্কার করা সম্ভব হচ্ছে না। 
শহরের ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠ এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত হয়ে রয়েছে। বেশকিছু জায়গায় রাস্তার পিচ উঠে গিয়েছে। অথচ রাস্তাটি কিছুদিন আগেই সংস্কার করা হয়েছিল। অবশ্য তখনও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছিল।
২ নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলাপাড়ার বাথানপাড়া যাওয়ার রাস্তাটিও দীর্ঘদিন ধরে বেহাল। পাইপলাইন বসানোর জন্য খোঁড়াখুঁড়িতে গর্তে মাটি চাপা দেওয়া রয়েছে। পশ্চিমপাড়ার রাস্তাও বেহাল। স্থানীয় বাসিন্দা শেখ রহিম ও শেখ জিয়াউদ্দিন বলেন, পাইপলাইন বসানোর জন্য রাস্তা কাটার পর সংস্কার হয়নি। পাইপলাইনে বারবার লিক হওয়ায় রাস্তা কাটতে হচ্ছে।
৩নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠ এলাকার ঢালাই রাস্তার অবস্থাও খারাপ। বেশকিছু জায়গায় গর্ত হয়ে রয়েছে। ৪নম্বর ওয়ার্ডের দুবরাজদিঘি পশ্চিম ও উত্তরপাড়ার রাস্তা দু’টির অবস্থা বেহাল। রাস্তায় বড় বড় গর্ত। ৪নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার ঢালাই রাস্তার অবস্থাও ভালো নয়। পাইপলাইন বসানোর কারণে বহু জায়গায় গর্ত হয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের আলুডাঙা, দুবরাজদিঘি হরেরডাঙা ও সাধনপুরের রাস্তারও অবস্থা শোচনীয়। আলুডাঙা হাইস্কুলপাড়ার রাস্তার হালও একই। ৬ নম্বর ওয়ার্ডের সাধনপুর রোড, খালাসিপাড়া, গোলঘরের রাস্তারও অবস্থা অত্যন্ত খারাপ। সংকীর্ণ বেহাল রাস্তার কারণে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। ৭নম্বর ওয়ার্ডের খালুইবিল মাঠ, গুডস শেড রোড, জিএন মিত্র লেন, কচিপুকুর লেন, চৌধুরী চিড়েমিলের গলির রাস্তা ও পাড়াপুকুরের রাস্তার অবস্থাও খুবই খারাপ। ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নুরুল আলম বলেন, তিন ধরনের ঠিকাদার পাইপলাইন বসানোর কাজ করায় সমস্যা হচ্ছে। বিভিন্ন সাইজের পাইপ বসাতে বারবার রাস্তা কাটতে হচ্ছে। কাজ শেষ হলেই দ্রুত রাস্তাগুলি মেরামত হবে। রাস্তার বেহাল অবস্থা নিয়ে প্রতিটি বোর্ড মিটিংয়ে আলোচনা হয়।  ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সিমরন বাল্মীকি বলেন, অম্রুত প্রকল্পে পাইপ লাইন বসানোর কাজে কিছুটা দেরি হচ্ছে। কাজ শেষ হলে প্রকল্পের টাকাতেই রাস্তা সারানো হবে। ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শেফালি বেগম বলেন, পুজোর সময় রাস্তা সারানোর জন্য বারবার বলেছিলাম। রাস্তার বেহাল অবস্থার কারণে মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। চেয়ারম্যানের কাছে এনিয়ে দরবার করা হয়েছে। (চলবে)
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা