দক্ষিণবঙ্গ

কৃষিজমি থেকে মাটি কেটে অবাধে বিক্রি, নবদ্বীপে ঠুঁটো জগন্নাথ বিএলএলআরও

সংবাদদাতা, নবদ্বীপ: অবাধে জমি থেকে মাটি কেটে চলছে বিক্রি। নবদ্বীপের প্রাচীন মায়াপুর মণ্ডলপাড়া সংলগ্ন মায়াপুর-বামুনপুকুর দু’ নম্বর পঞ্চায়েতের অধীনে ভাগীরথী তীরবর্তী জমিতে এক শ্রেণির জমির মালিক এই কারবারের সঙ্গে যুক্ত। এমনটাই অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের।
গ্রামবাসীদের অভিযোগ, ভোরের আলো ফুটতে না ফুটতেই ওই এলাকার কৃষিজমি থেকে বেআইনি মাটি কাটা শুরু হয়ে যাচ্ছে। প্রতিদিন দু’টি ট্রাক্টর নিয়ে এক শ্রেণির মাটি মাফিয়া এই কারবার চালিয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি। ওই জমি থেকে মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে নিয়ে যাওয়ার সময় অন্যান্য ফসলি জমিরও ক্ষতি করে দিয়ে যাচ্ছে। ট্রাক্টরের চাকায় নষ্ট হচ্ছে ফসল। দু’-একজন প্রতিবাদ করলেও ভয়ে অধিকাংশ বাসিন্দাই মুখ খুলতে চান না। যাতায়াতের সময়েট্রাক্টর থেকে মাটি পড়ে রাস্তা ভরেযায়। আর তার ওপরে বৃষ্টি হলে রাস্তা কাদায় ভরে যায়।ট্রাক্টরের চলাচলে রাস্তায় উড়ছে ধুলোর ঝড়।ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, মায়াপুর-বামুনপুকুর দু’ নম্বর পঞ্চায়েতের ওইসব জমি নবদ্বীপ পুর এলাকার কাছাকাছি। একটা সময়ে মায়াপুর-বামুনপুকুর দু’ নম্বর পঞ্চায়েতের নিদয়া অঞ্চলের জমি ভাঙনে নদীর গর্ভে চলে যায়। পরবর্তীতে ভাগীরথীর অপর প্রান্তেগিয়ে চর পড়ে। সেখানেই চাষ করে চলেছেন এক সময় নিদয়ায় বসবাসকারী জমির মালিকরা। অভিযোগ, ওই এলাকার জমি থেকেই মাটি কেটে এক শ্রেণির অসাধু কারবারি দীর্ঘদিন ধরে এই কারবার করে চলেছেন। 
নবদ্বীপ পুর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক চাষি বলেন, মায়াপুর-বামুনপুকুর দু’ নম্বর পঞ্চায়েতের অধীনে নিদয়া চরের মাঠ। ভাগীরথীর এপারে প্রায় দশ বিঘা জমিতে চাষ করি। আমি জমিতে ভুট্টা লাগাব বলে রেডি করেছি। সেই জমির উপর দিয়েই ওদের ট্রাক্টর যাওয়া আসা করছে। আমি বারণ করেছি। এই নিয়ে কথাকাটিও হয়েছে। 
স্থানীয় এক প্রবীণ চাষি জানালেন, একটা সময় নিদয়া ঘোষপাড়া থাকতাম। এপারে ৩২ বছর ধরে রয়েছি। এই এলাকার একটি জমি থেকে একজন তার অংশের জমি থেকে মাটি কেটে বিক্রি করছে। এভাবে মাটি না কাটাই ভালো। 
নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ বলেন, আমার জমি হলেও আমি অবৈধভাবে মাটি কাটতে পারি না। ভৌগলিক কারণে এখন মায়াপুর- বামুনপুকুর দু’ নম্বর পঞ্চায়েতের অধীনে থাকা এই জমি ভাগীরথীর দিক পরিবর্তনের ফলে ওই জমি নবদ্বীপ পুরএলাকার পাড়ের দিকেই রয়েছে। নদীর ওপার থেকে পঞ্চায়েতের নজরদারি করা অসম্ভব। জমি থেকে মাটি কাটছে তো বিএলআরও কী করছে? মাটি কাটলে সরকারি অনুমতি নিতে হবে, নির্দিষ্ট আইন আছে। সেটা দেখার দায়িত্ব বিএলআরও দপ্তরের। আমরা বিষয়টা বিএলআরও কে লিখিতভাবে জানাব। 
নবদ্বীপ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সুত্রে জানা গিয়েছে, এই অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযান চলছে। দু’টি ট্রাক্টর এবং মাটি কাটার মেশিন আটক করে রাখা হয়েছে।-নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা