দক্ষিণবঙ্গ

তারস্বরে ডিজে বাজালেই কড়া পদক্ষেপ নেবে পুলিস প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পুজো মণ্ডপে জোরে ডিজে বাজা঩লেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। রাতের দিকে তারস্বরে মাইক বাজানো যাবে না। শনিবার চেক বিতরণী অনুষ্ঠানে জানালেন পূর্ব বর্ধমানের পুলিস সুপার আমনদীপ। তিনি বলেন, ডিজে বাজলে মানুষের সমস্যা হয়। উৎসবের আনন্দ কোনওভাবেই যাতে নিরানন্দে না পরিণত হয় তা দেখতে হবে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে শহরের পুজো কমিটিগুলিকে চেক বিতরণ করা হয়। পুলিস সুপার ছাড়াও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুলিস সুপার বলেন, রাজ্য সরকারের আর্থিক সাহায্য পাওয়ার জন্য বেশ কয়েকটি নতুন পুজো কমিটি আবেদন করেছে। আশা করা যায় তারাও খুব শীঘ্রই আর্থিক সহযোগিতা পাবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, জেলায় এবার ৩৮০০টি পুজো কমিটি আর্থিক অনুদান পাচ্ছে। অধিকাংশ পুজো কমিটিকে চেক দেওয়া হয়েছে। এদিন মঙ্গলকোটের পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক অপূর্ব চৌধুরী সহ পুলিস আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন বর্ধমানে চেক বিতরণের পাশাপাশি পুজোর পথ নির্দেশিকা প্রকাশ করা হয়। পুলিস সুপার বলেন, পুজোর সময় কমিটিগুলিকে সহযোগিতা করতে হবে। সরকারি গাইডলাইন প্রত্যেককে মেনে চলতে হবে। পুজো দেখতে এসে কেউ সমস্যায় পড়লে সরাসরি পুলিসের সঙ্গে যোগাযোগ করবেন। ‘ভরসা’ নামে নতুন একটি অ্যাপ আনা হয়েছে। যে কেউ এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। অভিযোগগুলি সরাসরি পুলিস সুপারের অফিস থেকে তদন্ত করা হবে।
বর্ধমান পুরসভার চেয়ারম্যান বলেন, পুজো কমিটিগুলি ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রচার করলে শহরের বাসিন্দারা উপকৃত হবেন। মণ্ডপের সামনে দু’টি করে ব্যানার রাখতে হবে। পুলিস সুপার আরও বলেন, কলকাতার পর বর্ধমান শহরে সবচেয়ে বড় পুজো হয়। বাইরে থেকে বহু মানুষ পুজো দেখতে আসেন। তাঁদের যাতে কোনও সমস্যা না হয় তা সবাইকে দেখতে হবে। বর্ধমান দক্ষিণের বিধায়ক বলেন, এবার ধুমধাম করে কার্নিভাল হবে। শহরের বড় পুজো কমিটিগুলি তাতে অংশগ্রহণ করবে। পুলিস জানিয়েছে, শহরের বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হবে। বর্ধমানের এবার প্রায় ৫০টি বিগ বাজেটের পুজো হচ্ছে। পুজোর দিনগুলি সুষ্ঠুভাবে কাটানোর জন্য উদ্যোক্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। চাঁদার জন্য কোথাও জোরজুলুম করা যাবে না। পুলিসের পক্ষ থেকেও শহরের ছোট এবং মহিলা পুজো কমিটিগুলিকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে। শহরের এক বাসিন্দা বলেন, বয়স্ক মায়ের হার্টের সমস্যা রয়েছে। তারস্বরে ডিজে বাজলে খুব অসুবিধা হয়। কিন্তু ডিজের দাপট বন্ধ হোক। যানজট মোকাবিলায় পুলিস নজর দিলে ভালো হয়।  - নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা