দক্ষিণবঙ্গ

ভাঙন ও বন্যার আশঙ্কায় দিশাহারা নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রামবাসী

সংবাদদাতা, জঙ্গিপুর: গত প্রায় দু’মাস ধরে সামশেরগঞ্জের একাধিক এলাকা জুড়ে গঙ্গা ভাঙন অব্যহত রয়েছে। তলিয়ে যাচ্ছে পাকা ঘরবাড়ি থেকে ভিটেমাটি ও কৃষিজমি। কোথাও বাঁধ উপচে জল ঢুকেছে গ্রামে। ভাঙনে জর্জরিত ও আতঙ্কিত মানুষ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। শুক্রবার সকালে সামশেরগঞ্জের মহেশটোলা, ঘনেশ্যামপুর, শিকদারপুর ও লোহরপুরে গঙ্গার ভাঙন ও বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন জঙ্গিপুর মহকুমা প্রশাসনের কর্তাব্যক্তিরা। এদিন পরিদর্শনে আসেন জঙ্গিপুরের এসডিও একাম জে সিং, সামশেরগঞ্জের বিডিও সুজিতচন্দ্র লোধ সহ ব্লক প্রশাসনের কর্তারা। একদিকে ভাঙন, অপরদিকে গঙ্গার জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। ভাঙন আতঙ্কে উপর বন্যার আশঙ্কা ও লাগাতার বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের। বিডিও সুজিতচন্দ্র লোধ বলেন, ভাঙন এলাকাগুলো মহকুমা শাসক নিজে পরিদর্শন করেছেন। এলাকাবাসীর সমস্যার কথা শুনেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাঙনের খবর নেই। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা এলাকাবাসীকে সতর্ক ও সাবধানে থাকার জন্য বলছি।
ফরাক্কায় গঙ্গার জলস্তর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গার তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। গত প্রায় দুই মাস ধরে লাগাতার ভাঙন চলছে সামশেরগঞ্জের অন্তত দশটি গ্রামে। একগ্রামের ভাঙনের রেশ কাটতে না কাটতে নতুন গ্রামে ভাঙন দেখা দিচ্ছে। ইতিমধ্যেই বহু পাকা বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। তারমধ্যে নতুন শিবপুরে একই দিনে অন্তত দশটি পাকা বাড়ি, গাছপালা সহ কয়েক মিটার জমি তলিয়ে যায়। তারপরই লোহরপুরে গঙ্গা ভয়ঙ্কর রূপ ধারণ করে। মাটির বাঁধের একাংশ ভেঙে গঙ্গা গ্রামীণ এলাকায় ফুঁসতে থাকে। প্রতাপগঞ্জ, মহেশটোলাতে একাধিক পাকা বাড়ি তলিয়ে যায়। প্রায় শতাধিক পরিবার প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিতে বাধ্য হয়। এদিকে প্রতিদিনই ফরাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে গঙ্গা ভয়ঙ্কর হয়ে ওঠে। এলাকায় বন্যা আশঙ্কা তাড়া করছে। গঙ্গায় ঘরবাড়ি তলিয়ে গিয়ে পথে বসেছে বহু মানুষ। এমন পরিস্থিতিতে তাঁরা প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। ভুক্তভোগী মানুষের দাবি, তাঁদের থাকার ঘর করে দিক সরকার। বাঁধের নিচু অংশ দিয়ে কোনও কোনও এলাকায় জল গ্রামে ঢুকেছে। তাতেই বন্যার আশঙ্কা করছেন এলাকাবাসী। যদিও বৃহস্পতিবার থেকে নদীতে জলস্তর কিছুটা কমেছে। বাঁধ থেকে কয়েক ফুট নীচে রয়েছে গঙ্গার জলস্তর। ফলে এখনই বন্যার আশঙ্কা নেই বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। -নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা