বিকিকিনি

 টুকরো  খবর

কিশোরীদের পাশে প্রয়াস
সমাজে অনুন্নত ও পিছিয়ে পড়া মেয়েদের উন্নয়নে স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রয়াস’ বরাবরই আগ্রহী। সম্প্রতি জোকা-র এক অনাথ আশ্রমের ২১২ জন মেয়েকে পুজোর বাজার করার জন্য জনপ্রতি ১২০০ টাকা অর্থমূল্য প্রদান করল তারা। সেই উপলক্ষ্যে গত ২৮ জুলাই রাসবিহারীর এক নামী মল-এ গিয়ে নিজেদের পছন্দসই সামগ্রী কেনাকাটা করে মেয়েরা। তাদের শৈশবের স্মৃতিকে সুন্দর করে রাখা ও তাদের পাশেও যে এই সমাজ রয়েছে, তা বোঝাতেই এমন উদ্যোগ বলে দাবি সংস্থার।  

হ্যান্ডলুম নিয়ে প্রদর্শনী
আগামী ৭ থেকে ৯ আগস্ট আইসিসিআর-এ একটি প্রদর্শনীর আয়োজন করেছে সূত্র টেক্সটাইল। হ্যান্ডলুমের পোশাকের নানারকম বৈচিত্র্য পাবেন এই প্রদর্শনীতে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে তাঁতিরা আসবেন এখানে অংশগ্রহণ করতে। তাঁদের তৈরি শাড়ি, টপ, পোশাক, ওড়না ইত্যাদি থাকবে এখানে। শুধু পশ্চিমবঙ্গই নয়, ওড়িশা ও দক্ষিণ ভারতীয় টেক্সটাইলও পাবেন এখানে। পুজোর আগে এই ধরনের প্রদর্শনীতে কলকাতার ক্রেতারা লাভবান হবেন বলেই মনে করেন সূত্র টেক্সটাইলের কর্ণধার। তাঁর কথায়, হ্যান্ডলুম শাড়ি এখন রীতিমতো জনপ্রিয়। নরম কাপড়ে হরেক নকশা, তাই আধুনিকাদের খাস পছন্দ হ্যান্ডলুম। পাশাপাশি এই কাপড়ের ড্রেসও খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। হ্যান্ডলুমে জামদানি, আড়ি ইত্যাদি কাজ করাচ্ছেন তাঁতিরা। তা দিয়ে পাশ্চাত্যে কাট ও প্রাচ্যের ডিজাইনে মিলেমিশে তৈরি হচ্ছে ড্রেস। এইসবই পাবেন প্রদর্শনীতে। রোজ সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।  

ক্যাম্পাস-এর নতুন স্নিকার্স কালেকশন
নতুন বিজ্ঞাপনী প্রচার প্রকাশ্যে আনল ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার। মেয়েদের স্টাইলিংকে মাথায় রেখে তাদের স্নিকার কালেকশন নিয়েই এই ক্যাম্পেন তৈরি হয়েছে। ‘ইউ গো গার্ল’ শীর্ষক এই ক্যাম্পেনে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনম বাজওয়া। সমাজে মেয়েদের নানা বাধার মধ্যে দিয়ে অগ্রসর হতে হয়। লোকের কথায় যতই কান না দেওয়ার কথা প্রচার হোক না কেন, নিন্দের ভাবনা কখনও কখনও মেয়েদের উন্নয়নের পথেও বাধা হয়। সেই সব প্রতিবন্ধকতা সরিয়ে মেয়েরা যাতে নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারে সে বার্তা দিতেই এই ক্যাম্পেন বলে মত সংস্থার। এই প্রসঙ্গে ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার-এর সিএমও প্রেরণা আগরওয়াল বলেন, ‘সোনমের ব্যক্তিত্ব ও আমাদের নতুন স্নিকার্স কালেকশন মিলিয়ে এই নতুন ক্যাম্পেনটি তৈরি হয়েছে। মেয়েদের ফ্যাশনের কথাও মাথায় রাখা হয়েছে এই কালেকশনে।’ ক্যাম্পাসের নানা আউটলেট ও অনলাইনে মিলবে এই কালেকশন। দাম শুরু ৭৯৯ টাকা থেকে।

সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি সুস্মিতা
সম্প্রতি সনেট হোটেলে অনুষ্ঠিত সৌন্দর্য প্রতিযোগিতায় মিস ইউনিভার্স ওয়েস্ট বেঙ্গল হিসেবে নির্বাচিত হয়েছেন মডেল সুস্মিতা রায়। এরপর তিনি প্রস্তুতি নিচ্ছেন গ্ল্যামানান্ড সুপার মডেল ইন্ডিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হতে চলা মিস ইউনিভার্স ইন্ডিয়ার জন্য। এখানে যিনি বিজয়ী হবেন তিনি মেক্সিকোয় অনুষ্ঠিত হতে চলা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। তাই নিজের লক্ষ্যে স্থির রাখতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুস্মিতা। জানালেন, ‘১২ বছর ধরে বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় আমি অংশ নিচ্ছি। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমার স্বপ্ন। এমনকী, সুস্মিতা সেন যে বছর প্রথম মিস ইউনিভার্স হলেন, সেবছরই আমার জন্ম। তাঁর নাম অনুসারেই আমার নামকরণ করেন বাবা-মা। মাত্র ১০ বছর বয়সেই আমি প্রথম সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জয় করি। এই মুহূর্তে আমি জাতীয় মঞ্চে আমার রাজ্যের প্রতিনিধিত্ব করে ও বিজয়ী হয়ে অত্যন্ত আনন্দিত। রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞও।’

অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এ শুরু ‘বুধের আড্ডা’
অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এর নিউ সাউথ গ্যালারিতে শুরু হল ‘বুধের আড্ডা’ শীর্ষক এক প্রদর্শনী। বিশিষ্ট চিত্রশিল্পী বাদল পাল, সমীর আইচ ও বিশিষ্ট ভাস্কর বিমল কুণ্ডু এই প্রদর্শনী উদ্বোধন করেন। বাদল পাল, অরুণ কুমার সমাদ্দার, চিত্রলেখা দে, সমর বসাক সহ ১০ জন বিশিষ্ট শিল্পীর ছবি ও ভাস্কর্য স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। এটি চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। সময় বেলা ১২টা থেকে রাত ৮টা।

সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি সুস্মিতা
সম্প্রতি সনেট হোটেলে অনুষ্ঠিত সৌন্দর্য প্রতিযোগিতায় মিস ইউনিভার্স ওয়েস্ট বেঙ্গল হিসেবে নির্বাচিত হয়েছেন মডেল সুস্মিতা রায়। এরপর তিনি প্রস্তুতি নিচ্ছেন গ্ল্যামানান্ড সুপার মডেল ইন্ডিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হতে চলা মিস ইউনিভার্স ইন্ডিয়ার জন্য। এখানে যিনি বিজয়ী হবেন তিনি মেক্সিকোয় অনুষ্ঠিত হতে চলা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। তাই নিজের লক্ষ্যে স্থির রাখতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুস্মিতা। জানালেন, ‘১২ বছর ধরে বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় আমি অংশ নিচ্ছি। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমার স্বপ্ন। এমনকী, সুস্মিতা সেন যে বছর প্রথম মিস ইউনিভার্স হলেন, সেবছরই আমার জন্ম। তাঁর নাম অনুসারেই আমার নামকরণ করেন বাবা-মা। মাত্র ১০ বছর বয়সেই আমি প্রথম সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জয় করি। এই মুহূর্তে আমি জাতীয় মঞ্চে আমার রাজ্যের প্রতিনিধিত্ব করে ও বিজয়ী হয়ে অত্যন্ত আনন্দিত। রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞও।’

সুরনন্দন ভারতীর প্রদর্শনী
সম্প্রতি সুরনন্দন ভারতীর উদ্যোগে চারদিন ব্যাপী চিত্র প্রদর্শনী হয়ে গেল গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায়। প্রায় ৮৬ জন শিল্পীর ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল। অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, মেঘালয় ও ওড়িশার চিত্রশিল্পীরা। শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য শর্মিষ্ঠা দাসগুপ্ত (শিলং, মেঘালয়), গৌতম ঘোষ (নৈহাটি), অরিজিতা দাস, সঞ্জু মহাপাত্র, শঙ্কর মণ্ডল (কলকাতা), মিতালি দে (বারাসত), সুব্রত কুমার পাল (হালিশহর), রুম্পা দাস দে (মেদিনীপুর)। কলকাতার দমদম বেদিয়াপাড়ার অয়ন’স ক্যানভাসের পক্ষ থেকে ২১জন ছাত্রছাত্রী প্রদর্শনীতে অংশগ্রহণ করে। বিশেষভাবে সক্ষম শিশুদের মধ্যে শুভশ্রী চন্দ, বিশ্বেশ্বর দাস ও সুমন দাসের ছবিও প্রদর্শনীতে ছিল। এই উদ্যোগের প্রশংসা করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। বিশিষ্ট অতিথির মধ্যে ছিলেন ওড়িশি নৃত্যগুরু মোনালিসা ঘোষ, সংস্থার সর্বভারতীয় সম্পাদক ঋতীশ রঞ্জন চক্রবর্তী, সমাজকর্মী অনাদি মোশেল, অশোককুমার পাল প্রমুখ।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা