বিদেশ

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের পানশালা থেকে বহিষ্কারের মুখে ভারতীয় বংশোদ্ভূত

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: পার্লামেন্টের পানশালায় মদ্যপ অবস্থায় দুই বক্তির সঙ্গে অশালীন আচরণ। তদন্তে প্রমাণিত হয়েছে অভিযোগ। আর তার জেরেই ব্রিটেনের হাউজ অব লর্ডসের পানশালা থেকে এক বছরের জন্য বহিষ্কৃত হতে চলেছেন লর্ড কুলভীর রেঞ্জার। একইসঙ্গে এই ভারতীয় বংশোদ্ভূত সদস্যকে তিন সপ্তাহের জন্য সাসপেন্ড করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ। তদন্ত শেষে এই সুপারিশ করেছে হাউজ অব লর্ডসের শৃঙ্খলা রক্ষা কমিটি। কুলভীরকে পানশালা থেকে বহিষ্কারের আর্জি জানানো হয়েছে হাউজ অব কমনস কর্তৃপক্ষকেও। জুন মাসে এবিষয় ভোটগ্রহণে অংশ নেবেন মনোনীত সদস্যরা। তারপরেই নির্ধারিত হবে কুলভীরের ভাগ্য। 
প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লর্ড রেঞ্জার। লন্ডনের মেয়র থাকাকালীন বরিসকে পরিবহণ সংক্রান্ত নীতি নিয়ে নিয়ামিত পরামর্শ দিতেন তিনি। কোভিডকালে মদ্যপান সংক্রান্ত বিতর্কের জেরে গদি হারিয়েছিলেন বরিস। এবার মদ্যপ অবস্থায় অভব্য আচরণের কারণে শাস্তির মুখে পড়তে চলেছেন তাঁর বন্ধুও। 
পার্লামেন্টের স্ট্রেঞ্জার্স বার। অভিযোগ, গত জানুয়ারিতে সেখানেই মদ্যপ অবস্থায় কয়েকজন ব্যক্তির সঙ্গে অশালীন আচরণ করেন কুলভীর। দুই অভিযোগকারী জানিয়েছেন, হেনস্থা করার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন এই কনজারভেটিভ নেতা। ঘটনার জেরে রীতিমতো ভেঙে পড়েন এক অভিযোগকারী মহিলা। তিনি বলেন, ‘মানুষের সঙ্গে কথোপকথন নিয়ে অনেক বেশি সতর্ক হয়েছি। ঘটনার পর আতঙ্কে ঘুমোতে পারিনি বহুদিন।’ অভিযোগ সামনে আসতেই তদন্তে নামে উচ্চ কক্ষের শৃঙ্খলা রক্ষা কমিটি। রিপোর্টে কমিটি জানিয়েছে, ‘এক ঘণ্টার ব্যবধানে দু’টি পৃথক ঘটনায় অভব্য আচরণ করেছেন লর্ড রেঞ্জার। মদ্যপ অবস্থায় মানুষকে হেনস্তা করেছেন।’ 
ইতিমধ্যে দুই অভিযোগকারীর কাছে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত। কুলভীরের দাবি, এই ঘটনার বিষয় তাঁর কিছুই মনে নেই। কিন্তু নিজের আচরণের কথা জানতে পেরে তিনি দুঃখিত। উচ্চকক্ষের সদস্য আরও জানান, ওই সময় স্ত্রী এবং সন্তানদের অসুস্থতার কারণে শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তাই হয়তো অজানতে খারাপ ব্যবহার করে ফেলেছেন। 
শুরুতে কুলভীরকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করার পরামর্শ দিয়েছিলেন উচ্চকক্ষের স্ট্যান্ডার্ডস কমিশনার। পরে তাঁর আচরণের কথা মাথায় রেখে মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় কমিটি। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা