বিদেশ

মায়ের কিডনি-অস্থিমজ্জায় নবজীবন খুদের

লন্ডন: চিকিৎসাশাস্ত্রে নয়া ইতিহাস গড়ল ব্রিটেন। মায়ের অস্থিমজ্জা এবং কিডনিতে নবজীবন পেল একরত্তি। সৌজন্যে লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের একদল চিকিৎসকের হার না মানা মনোভাব। ব্রিটেনের বুকে এই জটিল অস্ত্রোপচারের ফলে এক নয়া নজির সৃষ্টি হল। কারণ, ওই শিশুটিকে জীবনদায়ী ওষুধের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। সেগুলি ছাড়াই সুস্থ ভবিষ্যৎ কাটাতে পারবে সে। আপাতত, মা দিব্যা শঙ্কর এবং মেয়ে অদিতি, দু’জনেই সুস্থ আছেন বলে খবর। জানা গিয়েছে, অদিতি শঙ্কর নামে ওই শিশুটি জন্মের পর থেকেই এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। চিকিৎসার পরিভাষায় যার নাম ‘স্কিমকে ইমিউনো ওসিয়াস ডিসপ্লাসিয়া’। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রায় শেষ হয়ে আসে। মারাত্মক প্রভাব পড়ে কিডনির উপরও। ফলে অন্যান্যদের থেকে আলাদা হয়ে যেতে হয় তাকে। বন্ধ হয়ে যায় খেলাধুলো-সাঁতার। তথ্য বলছে, প্রতি ৩০ লক্ষ মানুষের মধ্যে একজন মাত্র এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়।
 হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ প্রফেসর স্টিফেন মার্কস জানান, প্রাথমিকভাবে কিডনি প্রতিস্থাপনের অবস্থা ছিল না অদিতির। ফলে শিশুটিকে বাঁচাতে দফায় দফায় বৈঠক করেন চিকিৎসকরা। অদিতির কমজোরি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ঠিক করতে প্রথমে তার শরীরে মায়ের অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। এই প্রতিস্থাপনের কাজ মিটতেই বোঝা যায়, মায়ের কিডনি প্রতিস্থাপনের ধকলও সইতে পারবে ছোট্ট অদিতি। তারপরই এই জটিল অপারেশনে হাত দেন তাঁরা। আপাতত বেশকিছু ওষুধ চলছে অদিতির। তবে চিকিৎসকদের কথায়, অপারেশনের এক মাস পর থেকেই আর এই সমস্ত জীবনদায়ী ওষুধের কোনও প্রয়োজন পড়বে না। উল্লেখ্য, গতবছরের একটা বড় সময় হাসপাতালেই কেটেছে অদিতির। কিডনি কাজ করা বন্ধ করে দেওয়ায় বারবার ডায়ালিসিসের প্রয়োজনে চিকিৎসকদের দারস্থ হয়েছেন অসহায় মা। বর্তমানে আর পিছন ফিরে তাকাতে চান না মা-মেয়ে। যাবতীয় দুশ্চিন্তাকে পিছনে ফেলে নতুন এক জীবনের স্বপ্নে বিভোর দিব্যা-অদিতি। 
10Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা