বিদেশ

রুশ হামলায় ইউক্রেনে ভাঙল
নদীবাঁধ, ঘরছাড়া ৪২ হাজার

কিয়েভ: রুশ হামলায় ইউক্রেনে নদীবাঁধ ভেঙে পড়ায় বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ৪২ হাজার মানুষ বিপন্ন ও ঘরছাড়া। বুধবার এমনটাই জানাল আমেরিকা। এই ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে তোপ দেগেছে পশ্চিমি বিশ্ব। 
ইউক্রেনের খারসন অঞ্চলের নোভা কাখোভকা শহরের নিপার নদীর উপর সোভিয়েত জমানায় তৈরি বাঁধ ধ্বংস হয়েছে সোমবার রাতে। তারপর থেকেই শুরু হয়েছে জোর চাপানউতোর। ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রগতি আটকাতে বিস্ফোরণ ঘটিয়ে আস্ত নদীবাঁধ উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বাঁধের ৬০ কিলোমিটার দূরে অবস্থিত একটি এলাকাও বন্যার কবলে পড়েছে বলে খবর। ইউক্রেন সরকারের দাবি, ঘরছাড়া হয়েছেন অন্তত ৪২ হাজার মানুষ। এই সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর জেরে পানীয় জলের সমস্যাও দেখা দিতে পারে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদামির জেলেনস্কি বলেন, রাশিয়ার চক্রান্তে সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি অঞ্চল সম্পূর্ণ তলিয়ে গিয়েছে। উল্লেখ্য, দক্ষিণ ইউক্রেনের একটি বিশাল অঞ্চলের পানীয় জল ও সেচ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই বাঁধ। পাশাপাশি এখানকার জল থেকেই ইউক্রেনের স্থানীয় পরমাণু কেন্দ্রে জল সরবরাহ হতো। বাঁধ ধ্বংসের ফলে সেই সমস্ত কাজ ব্যাহত হচ্ছে। বন্যাদুর্গত এলাকা থেকে মানুষকে উদ্ধারের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে দু’টি আশ্রয়কেন্দ্র। ইতিমধ্যেই রুশ ফৌজ, ইউক্রেনের সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার ও ত্রাণের কাজে নেমেছেন। দক্ষিণ ইউক্রেনের খেরসন প্রদেশ বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে। তবে ফের ওইসব এলাকা দখলে নেওয়ার জন্য লড়াই শুরু করেছিল ইউক্রেনের সেনা। তাদের দাবি, সেই তৎপরতা রোখার জন্যই এমন বিস্ফোরণ ঘটিয়েছে রাশিয়া। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মস্কো। 
13Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা