উত্তরবঙ্গ

নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের তুতফার্মে নেশার আসর, বাড়ছে ক্ষোভ

সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের তুতফার্মে বসছে নেশার আসর। শহরের ১০ নম্বর ওয়ার্ডে ১৪ বিঘা জমির ওপর রয়েছে এই ফার্ম। একাদশ ও দ্বাদশ শ্রেণির ভোকেশনাল বিভাগের ৬০ জন ছাত্রছাত্রী তুতফার্মে ক্লাস করে। ফার্মের বেশিরভাগ জমিই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। চারদিকে ঝোপঝাড়। তিনদিকে সীমানা প্রাচীর নেই। এই সুযোগে বহিরাগতদের আবাধ যাতায়াত। অভিযোগ, সন্ধ্যা নামলে বসছে নেশার আসর, জুয়ার ঠেক। অনেক সময় দিনের বেলাতেও ক্লাস চলাকালীন এমন অসামাজিক কাজকর্ম হচ্ছে। স্থানীয়রা এসব রুখতে প্রাশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। বুধবার এলাকা পরিদর্শন করেন তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন। 
স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ প্রামাণিক বলেন, বিষয়টি এর আগেও পুলিস প্রশাসনকে জানানো হয়েছিল। আমরা ফের পুলিসের দ্বারস্থ হব। স্থানীয় বাসিন্দা নিভা সন্ন্যাসী, সুধীর বর্মন প্রমুখ বলেন, এটা দীর্ঘদিনের সমস্যা। বহিরাগতরা এখানে এসে নেশার আসর বসাচ্ছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা এ নিয়ে বহুবার প্রশাসনকে জানিয়েছি। অনেক সময় পুলিসের গাড়ি আসে। 
ভোকেশনাল বিভাগের শিক্ষক রঞ্জিত সরকার বলেন, সন্ধ্যা নামতেই তুতফার্ম চলে যায় সমাজবিরোধীদের দখলে। তুতফার্মে আমাদের ক্লাসরুম রয়েছে। ক্লাসরুমের বারান্দাতেই অনেক সময় বসে নেশা আসর। এমনকী দিনের বেলায় ক্লাস চলাকালীনও এমন ঘটনা ঘটে। বাধা দিলে উল্টো হুমকির মুখে পড়তে হয়। এ ব্যাপারে আমরা অতীতে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে। 
স্থানীয় কাউন্সিলার তথা পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন বলেন, বিষয়টি আমাদেরও নজরে এসেছে। পুলিস প্রশাসনকে বলব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। তুফানগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক বৈভব বাঙ্গার বলেন, রাতে ওই এলাকায় টহলদারি বাড়ানো হবে।  স্কুলের মাঠে পড়ে মদের বোতল। - নিজস্ব চিত্র।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা