উত্তরবঙ্গ

বহু রাস্তাই ভাঙাচোরা, পানীয় জলেরও অভাব

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুজোর মুখে জলপাইগুড়ি শহরের বহু রাস্তা এখনও ভাঙাচোরা। সংস্কারের জন্য টাকা বরাদ্দের পরও বেশিরভাগ কাজ শুরু হয়নি। তার উপর একাধিক ওয়ার্ডে রয়ে গিয়েছে পানীয় জলের সমস্যা। আবাস যোজনার টাকার অসম বণ্টনেরও অভিযোগ। এসব নিয়েই শনিবার বোর্ড মিটিংয়ে সরব হলেন শাসক ও বিরোধী দলের কাউন্সিলাররা। তাঁদের অভিযোগ, পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। এখনও কাজ শুরু হয়নি। তাহলে আর কবে রাস্তা হবে? এনিয়ে বোর্ড মিটিং রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। 
পুর চেয়ারপার্সন পাপিয়া পাল অবশ্য বলেছেন, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শহরের ৩২টি রাস্তা তৈরি হবে। বেশিরভাগ কাজের ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছি, পুজোর আগে যত বেশি সম্ভব রাস্তার কাজ শুরু করার। যেসব সংস্থা কাজের বরাত পেয়েছে, তারা যাতে দ্রুত কাজ শুরু করে, তার দেখভাল করতে বলা হয়েছে কাউন্সিলারদের। 
রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তুলে এদিনের বৈঠকে সরব হন তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলার। তাঁদের অভিযোগ, রাস্তা তৈরির কিছুদিনের মধ্যেই ভেঙে যাচ্ছে। কোথাও আবার পিচের চাদর উঠে যাচ্ছে। চেয়ারপার্সন বলেন, এদিনের বৈঠকে ঠিক হয়েছে, এখন থেকে যে ঠিকাদার সংস্থা রাস্তা করবে, তাদের তিনবছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। নতুবা সেই সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে।  
এদিকে, শহরে ৩২টি রাস্তার জন্য অর্থ বরাদ্দ হলেও ২৫ নম্বর ওয়ার্ডের একটি রাস্তাও ধরা হয়নি বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলার পৌষালি দাসের। তাঁর দাবি, পুজোর আগে ওয়ার্ড পিছু যে চার লক্ষ টাকার কাজ দেওয়া হয়েছে, সেটুকুই হয়েছে। কিন্তু, যে ৩২টি রাস্তা হবে, তার একটিও আমার ওয়ার্ডে দেওয়া হয়নি। কোনও কোনও ওয়ার্ড একাধিক নতুন রাস্তা পেলেও কেন আমার ওয়ার্ড বঞ্চিত, সেই প্রশ্ন রেখেছি মিটিংয়ে। একইসঙ্গে পানীয় জল নিয়েও এদিন বৈঠকে সরব হন পৌষালি। তাঁর কথায়, পরেশ মিত্র কলোনি, নেতাজিপাড়ায় দীর্ঘদিন ধরে জলের সমস্যা। প্রায়ই পুরসভা থেকে ট্যাঙ্ক নিয়ে এসে জল দিতে হচ্ছে বাসিন্দাদের। কতদিন আর এই দুর্ভোগ পোহাতে হবে, বৈঠকে জানতে চাই। আমাকে বলা হয়েছে, পুজোর আগেই সমস্যা মিটবে। রাস্তার কাজ শুরু না হওয়া নিয়ে সরব হন ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার অম্লান মুন্সিও।  নিজস্ব চিত্র।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা