উত্তরবঙ্গ

ডেঙ্গু রুখতে আজ থেকে বিশেষ অভিযান জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। চলতি বছরে এখনও পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত ১৮০ জন। গতবছর এই সময়ে সেই সংখ্যাটা ছিল ১২০। ফলে বিষয়টি ভাবাচ্ছে স্বাস্থ্যদপ্তরকে। এদিকে, জলপাইগুড়ি শহরেও দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গু। ইতিমধ্যেই শহরে সাতজনের রক্তে ডেঙ্গুর জীবাণু মিলেছে। নতুন করে শহরের ৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। জলপাইগুড়ি জেলার অধীনে শিলিগুড়ি পুরসভার যে ১৪টি ওয়ার্ড রয়েছে, সেখানে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত বলে জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর। মঙ্গলবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৈঠক করেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন। বৈঠকে জেলার সমস্ত ব্লকের স্বাস্থ্য আধিকারিক, পুরসভার হেল্থ অফিসার ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের ডাকা হয়েছিল। ডেঙ্গু দমনে অত্যন্ত তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলাশাসক। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বে থাকা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-১ ডাঃ ত্রিদীপ দাস বলেন, এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গতবছরের তুলনায় এখনও পর্যন্ত অনেকটাই বেশি। ডিএমের নির্দেশ মতো বুধবার থেকেই জেলায় বিশেষ অভিযান শুরু করছি আমরা। ভিজিল্যান্স বাড়ানো হচ্ছে। ড্রাই ডে পালন করা হবে। পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, ডেঙ্গু নিয়ে আমরা সজাগ রয়েছি। কাউন্সিলাররা ওয়ার্ডে ঘুরছেন। কোথাও জল জমেছে কি না দেখতে সমীক্ষা চলছে। তবে এ ব্যাপারে বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা