উত্তরবঙ্গ

প্রাচীন মন্দির সহ নানান থিমে সেজে উঠছে ফালাকাটার দুর্গাপুজো মণ্ডপ

সংবাদদাতা, ফালাকাটা: ফালকাটায় এবার বিগবাজেটের দুর্গাপুজোর ছড়াছড়ি। বিশ্ববাংলা শারদ সম্মান পেতে মরিয়া পুজো কমিটিগুলি। ফলে জোর প্রস্তুতি চলছে। ফালাকাটার বিগবাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম কলেজপাড়া, মসল্লাপট্টি, মাদারি রোড, দেশবন্ধুপাড়া, অরবিন্দপাড়া, সারদানন্দপল্লি, মুক্তিপাড়া ক্লাবের পুজো। এদের কারও বাজেট পাঁচ লাখ, কারও বাজেট ১০-১২ লক্ষ টাকা। প্রাচীন মন্দির সহ বিভিন্ন থিমকে সামনে রেখে ক্লাবগুলি মণ্ডপ সাজানোর কাজ শুরু করেছে। বিভিন্ন পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, তাদের সকলেরই মণ্ডপ তৈরির কাজ ৫০-৬০ শতাংশ হয়ে গিয়েছে। এমনকী প্রতিমা তৈরিও শেষের পথে। 
পুলিস প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে ৩৫০টি পুজো হয়। যার মধ্যে ফালাকাটা শহরের ১৮টি ওয়ার্ড প্রায় ৯০টি পুজো হচ্ছে। শহরের বিগবাজেট দুর্গাপুজো কমিটিগুলির মধ্যে অন্যতম কলেজপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এই পুজো কমিটির যুগ্ম সম্পাদক মৃন্ময় সরকার বলেন, এবারে থিম ‘উৎসব’। বানাচ্ছেন বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। আশা করি, আমাদের পুজো মণ্ডপ দর্শনার্থীদের মন ছুঁয়ে যাবে। 
মাদারি রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটির কোষাধ্যক্ষ রনি নন্দী বলেন, এবার আমাদের পুজোর ৪৮ বছর। থিম ‘জ্যোর্তিময়ী’। সেরা পুজো জেলাবাসীকে আমরা উপহার দিতে পারব বলে মনি করছি। দেশবন্ধুপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম কর্মকর্তা মনোজ সাহা বলেন, আমাদের পুজোর এবার প্ল্যাটিনাম জুবিলি। উত্তরবঙ্গের মধ্যে অন্যতম সেরা পুজো মণ্ডপের আয়োজন করেছি। প্রাচীন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। মসল্লাপট্টি সর্বজনীনের সহ সম্পাদক অরিন্দম সরকার বলেন, ৫৩ তম বর্ষের পুজোয় আমাদের থিম ‘সমাহারে সমারহ’। বিগত বছরগুলির মতো এবারও আমরা আশা করি, সেরার সেরা শিরপা পাব। সারদানন্দপল্লি সর্বজনীন দুর্গাপুজো কমিটির অন্যতম কার্যকর্তা কৌশিক সাহা বলেন, এবার পুজোর থিম ‘তন্ত্র’। অরবিন্দপাড়া সর্বজনীনের সদস্য তুহিন পাল জানান, ৪৩ তম বর্ষে ক্লাবের পুজোর থিম ‘মাটির ঘরে মা’। (ফালাকাটা কলেজ পাড়ার দুর্গা মণ্ডপ।-নিজস্ব চিত্র)
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা