উত্তরবঙ্গ

রথের ভিড় সামলাতে ব্যবস্থা রাখার নির্দেশ

সংবাদদাতা, মালদহ: উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় সভায় যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যুতে দেশজুড়ে শোরগোল চলছে। গত বছর মালদহের জালালপুরে রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। এবার তাই রথযাত্রা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না মালদহ প্রশাসন ও পুলিস। শুক্রবার মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পন্ন করার বিষয়ে বৈঠক করেন বিভিন্ন উদ্যোক্তাদের সঙ্গে। তাতে অংশ নেন মালদহের পুলিস সুপার প্রদীপকুমার যাদব সহ ব্লক প্রশাসনের আধিকারিকরাও। রথযাত্রায় ভিড় নিয়ন্ত্রণ করতে উদ্যোক্তাদের যে অত্যন্ত সতর্ক থাকতে হবে তা এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
এদিন জেলাশাসক বলেন, আমরা রথযাত্রার উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেছি। সুরক্ষার বিষয়টি তাঁদের মাথায় রাখতে বলা হয়েছে। ফলে বিদ্যুৎ বিভাগ সহ সরকারের বিভিন্ন দপ্তর রথযাত্রার রুটগুলি যৌথভাবে পরিদর্শন করবে। রথযাত্রার আয়োজকদের পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবক রাখতেও বলা হয়েছে। সাধারণ ও পুলিস প্রশাসন রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে সবরকম পদক্ষেপ করছে। গত বছর জেলায় একটি দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছিল। এবার তাই ভিড় নিয়ন্ত্রণে উদ্যোক্তারা যেমন যথেষ্ট সংখ্যায় স্বেচ্ছাসেবক রাখবেন তেমনই প্রশাসনও নজরদারি চালাবে। একটি রথযাত্রা কমিটির সদস্য প্রলয় সিংহ রায় বলেন, আমাদের সতর্ক থাকতে বলেছে প্রশাসন। আমাদের তরফে ভিড় সামলানো ও শান্তিপূর্ণ রথযাত্রা সম্পন্ন করার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হলে প্রশাসন এফআইআর’ও করতে পারে বলে জানানো হয়েছে। ইসকনের রথযাত্রা কমিটির এক সদস্য বলেন, তাঁরা প্রায় ১৫০জন স্বেচ্ছাসেবক রাখছেন ভিড় সামলানোর জন্য। মালদহ শহর ছাড়াও জেলার বিভিন্ন ব্লকে একাধিক রথ বের হয়। প্রতিটি ক্ষেত্রেই উপচে পড়ে ভিড়।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা