উত্তরবঙ্গ

রায়গঞ্জে সুরক্ষিতভাবেই বাবা, মায়ের কোলে ফিরল ছোট্ট মেয়ে

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ঘণ্টাখানেকের জন্য হাতছাড়া হলেও ছোট্ট গুলাপসা সুরক্ষিতভাবেই ফিরল বাবা মায়ের কোলে। ঘটনাটি শুক্রবার দুপুরের। ঘটনাস্থল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর। 
মেডিক্যাল কলেজ সূত্রে খবর, জরুরি বিভাগের সামনে সাড়ে তিন বছর বয়সি একটি ছোট শিশুকে কাঁদতে দেখেন হাসপাতালের ওয়ার্ড বয় নির্মল কুমার বিশ্বাস। দেখেই তিনি বোঝেন কারও শিশু কোনওভাবে হাতছাড়া হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ শিশুটিকে কোলে নিয়ে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেন ওই ওয়ার্ড বয়। নিরাপত্তারক্ষীরাও শিশুটিকে তাঁর বাবা মায়ের কাছে ফেরাতে নানাভাবে চেষ্টা চালাতে থাকেন। হাসপাতাল জুড়ে মাইকিং করা শুরু হয়। মেডিক্যালের পুলিস ক্যাম্পেও এক শিশু কন্যা উদ্ধার হয়েছে বলে মৌখিকভাবে জানানো হয়। শেষে ঘণ্টাখানেক বাদে শিশুটির বাবা মায়ের খোঁজ মেলে। গুলাপসা নামে ওই শিশুটিকে অভিভাবকের হাতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। তাঁদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন শিশুটির বাবা মা। 
শিশুটির বাবা  হেমতাবাদের বাজিতপুরের বাসিন্দা গুলজার আলি বলেন, মেডিক্যালের নিরাপত্তারক্ষী, ওয়ার্ড বয়দের জন্যই আমাদের কন্যা সন্তানকে ফিরে পেলাম। আমার দুই মেয়ে। বড় মেয়ের চিকিৎসার জন্য এদিন মেডিক্যালে আসি। বড় মেয়ের কাছেই ছোট মেয়েকে বসিয়ে রেখে হাসপাতালের টিকিট সংগ্রহ করতে যাই। তখনই বড় মেয়ের কাছছাড়া হয়ে যায় গুলাপসা। শেষে জানতে পারি হাসপাতালে বেশ কয়েকবার মাইকিং হয়েছে। তারপর নিরাপত্তা রক্ষীদের কাছে আসতেই মেয়েকে ফিরে পাই। 
এদিকে, হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা মানব নাগ, বাপন চক্রবর্তী, কুনাল সাহা, মিঠুন সরকাররা বলেন, অসাবধানতাবশত: শিশুটি পরিজন ছাড়া হয়ে পড়েছিল। আমরা পাওয়া মাত্রই সর্বত্র শিশুটির ব্যাপারে মাইকিং করাই। পুলিসকে জানাই। শেষ পর্যন্ত শিশুটি বাবা মায়ের কোলে ফিরল, এটাই স্বস্তির।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা