উত্তরবঙ্গ

মাঝপথে অপারেশন থামিয়ে দেওয়ায় চিকিত্সকের নামে থানায় অভিযোগ দায়ের

সংবাদদাতা, নাগরাকাটা: ফের চিকিত্সায় গাফিলতির অভিযোগ। এবার মালসুপার স্পেশালিটি হাসপাতালে। মাঝপথে অপারেশন থামিয়ে হাত তুলে দিলেন এক চিকিত্সক। অপারেশন করবেন না সাফ জানিয়ে রোগীকে অন্যত্র নিয়ে যেতে বলেন। শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠে চা শ্রমিক পরিবারটি। অপারেশন অসম্পূর্ণ থাকায় রোগীর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। ক্ষোভে ওই চিকিত্সকের বিরুদ্ধে মাল থানায় অভিযোগ দায়ের করেছে মাদারিহাট থেকে চিকিত্সা করাতে আসা পরিবারটি। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের গোপালপুর চা বাগানের অজয় ওরাওঁয়ের স্ত্রী জানুয়ারি মাস থেকে এক চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। পরবর্তীতে সেই চিকিৎসকের পরামর্শ মেনে শিলিগুড়ির বিভিন্ন বেসরকারি ল্যাব থেকে কিছু পরীক্ষা নিরিক্ষা করান। রিপোর্ট দেখে চিকিৎসক রোগীকে জানান, তাঁর পিত্তথলিতে পাথর হয়েছে। অপারেশন করতে হবে। সেই মতো ৩০ সেপ্টেম্বর মাল হাসপাতালে রোগীকে ভর্তি করানো হয়। এদিন অজয় বলেন, ২ অক্টোবর সকাল ১১টায় সেই চিকিৎসক স্ত্রীকে অস্ত্রোপচার করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। কিছুক্ষণ পর অস্ত্রোপচার অসম্পূর্ণ রেখে চিকিৎসক বাইরে বেরিয়ে আসেন। তিনি আমাদের জানান, পিত্তথলির বিভিন্ন অংশে সংক্রমণ ছড়িয়ে গিয়েছে। তাই এই অস্ত্রোপচার তিনি করতে পারবেন না। রোগীকে বাইরে নিয়ে যেতে বলেন। মাঝপথে অপারেশন বন্ধ হয়ে যাওয়ায় আমার স্ত্রীর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। কিন্তু, আমরা দুঃস্থ। ভিনরাজ্যে নিয়ে যাওয়ার মতো টাকা নেই। তাই আপাতত মাল হাসাপাতালেই ওকে রেখেছি। চিকিত্সায় গাফিলতির জন্য ওই চিকিত্সকের নামে মাল থানায় অভিযোগ দায়ের করেছি। এই অভিযোগের বিষয়ে ওই চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডা: সুধীরকুমার বলেন, চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। মাল থানার আইসি সমীর তামাং বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত হবে।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা