উত্তরবঙ্গ

দেরিতে খুলছে রেশন দোকান, কাজ করানো হচ্ছে নাবালক দিয়ে

সংবাদদাতা, কুমারগ্রাম: রেশন দোকান দেরিতে খোলা এবং ওই দোকানে নাবালককে দিয়ে কাজ করানোর অভিযোগ তুলে সরব হলেন উপভোক্তারা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কুমারগ্রাম ব্লকের মধ্য হলদিবাড়ি গ্রামে। গ্রাহকরা রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ৩৮৩ নম্বর ওই রেশন দোকানটি নির্দিষ্ট সময়ের অনেক পরে খোলা হয়। যার ফলে গ্রাহকরা সমস্যার মধ্যে পড়েন। এই সমস্যা সমাধানের দাবিতে এদিন তাঁরা সরব হন। যদিও ব্লক প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। উপভোক্তা সঞ্জিত গোস্বামী বলেন, নির্ধারিত সময়ের অনেক পরে রেশন দোকানটি খোলা হয়। আমরা এসে দাঁড়িয়ে থাকি। ফলে গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর রেশন মেলে। এছাড়াও নাবালককে দিয়ে রেশন দোকানে কাজ করানো হচ্ছে। যা কি না বেআইনি। তাই আমরা গ্রাহকরা এদিন বিক্ষোভ দেখিয়েছি। 
যদিও ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর কিছু ঘটেনি। কিছুক্ষণ পর ওই রেশন দোকান থেকে নাবালককে সরিয়ে দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়রা জানান, ওই নাবালকের বয়স ৭-৮ বছর হবে। তাকে দিয়ে রেশন দোকানে কাজ করানো হয়। যা কিনা সরকারি আইনবিরুদ্ধ। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। সরকারি একটি রেশন দোকানে নাবালককে দিয়ে কাজ করানোর ঘটনা কীভাবে আধিকারিকদের নজর এড়িয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রেশন দোকানের এক কর্মচারী জানান, নাবালককে সরিয়ে দেওয়া হয়েছে। কুমারগ্রামের বিডিও গৌতম বর্মন বলেন, ঘটনাটি জানা ছিল না। বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখব।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা