উত্তরবঙ্গ

পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে পূর্ত কর্মাধ্যক্ষ ও সদস্যের হাতাহাতি

সংবাদদাতা, গঙ্গারামপুর: হরিরামপুর পঞ্চায়েত সমিতির টেন্ডারের ভাগাভাগি নিয়ে তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের হাতাহাতি। বৃহস্পতিবার সন্ধ্যাবেলার ঘটনা। পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরেই পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম দাস ও পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চানন বর্মন হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। দুই সদস্যর হাতাহাতির সময় অবশ্য সভাপতি প্রেমচাঁদ নুনিয়া ছিলেন না। সভাপতির ঘরের টেবিলের কাচ ভাঙচুর করা হয়েছে। পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম হরিরামপুর থানায় মারধরের অভিযোগ করেছেন নিজের দলেরই সদস্য পঞ্চানন বর্মনের বিরুদ্ধে। তিনিও আবার পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
শুক্রবার সকালে পঞ্চানন থানায় পাল্টা অভিযোগ করেন উত্তমের বিরুদ্ধে। জানা গিয়েছে, পঞ্চায়েত সমিতি প্রায় ২৩ লক্ষ টাকার কাজের অফলাইন টেন্ডার করে। সেই টেন্ডারের ভাগাভাগি নিয়ে দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, পঞ্চায়েত সমিতির একাংশ ঠিকাদার সংস্থাকে কাজের বরাত পাইয়ে দিয়েছে। এই ভাগাভাগিতে ব্লকের অস্থায়ী কর্মীর একাংশ জড়িত। একপক্ষ কাজের ভাগ পেয়ে চুপ রয়েছে। আরএক পক্ষ কাজের ভাগ না পাওয়ায় সোচ্চার হয়েছে।  যদিও অফলাইন কাজের টেন্ডারের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন সভাপতি প্রেমচাঁদ নুনিয়া। 
তৃণমূলের দুই পঞ্চায়েত সমিতির সদস্যদের কাজিয়া প্রকাশ্যে আসতেই দলের অন্দরেই শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের অন্দরে উন্নয়নমূলক কাজ পাইয়ে দেওয়ার নামে কীভাবে ভাগ বাঁটোয়ারা চলছে, তা প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস। দলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, দুই সদস্যর কাছে বিষয়টি জানার চেষ্টা করছি। জনপ্রতিনিধি হয়ে কেউ আখের গোছালে দল কড়া ব্যবস্থা নেবে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি।
পঞ্চায়েত সমিতির দুই সদস্যর কাজিয়া, হাতাহাতিতে ক্ষুব্ধ দলের অনেকেই। তবে টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে এই হাতাহাতি নয় বলে দাবি পঞ্চায়েত সমিতির সভাপতির। তিনি বলেন, টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে কিছু হয়নি। আমার অবর্তমানে পূর্ত কর্মাধ্যক্ষর সঙ্গে কী হয়েছে জানি না। 
পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম বলেন, সভাপতির ঘরে ঢুকে টেবিলের কাচ ভেঙে দেন পঞ্চানন। আমাকে থানায় অভিযোগ করতে বলেন সভাপতি। টেন্ডারের বিষয়টি সভাপতি জানেন। আমি অনেকদিন বাদে অফিসে এসেছি। পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চানন বলেন,আমি পঞ্চায়েত সমিতিতে যেতেই পূর্ত কর্মাধ্যক্ষ আমার উপর মারমুখি হয়। আমি নাকি অফলাইন টেন্ডারের বিষয়ে নাক গলাচ্ছি। আমাকে মারধর করা হয়। এর বিচার চেয়ে থানায় অভিযোগ করেছি। অভিযোগ পেয়ে পুলিস বিষয়টি খতিয়ে দেখছে। 
(হরিরামপুরে পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে টেবিল ভাঙচুর করা হয়।-নিজস্ব চিত্র)
9d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা