উত্তরবঙ্গ

অনুমতি ছাড়াই ছাত্রদের খাওয়ার ঘরে স্টল, প্রধান শিক্ষকের ভূমিকায় প্রশ্ন

সংবাদদাতা, বাগডোগরা: মাটিগাড়া কাওয়াখালিতে স্কুলছাত্রদের মিড ডে মিল খাওয়ার জায়গায় বসেছে স্টল। গত শনিবার থেকে দু’দিনব্যাপী মাটিগাড়া ব্লকের ঠিকনিকাটা জুনিয়ার হাইস্কুলের মাঠে একটি সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুড ফেস্টিভ্যাল চলছে। মাঠে প্যান্ডেল বানিয়ে বেশিরভাগ স্টল বসলেও একটি বসেছে স্কুলছাত্রদের খাওয়ার ঘরে। 
স্কুলের মিড ডে মিলের ঘরে এই ধরনের স্টল কেন বসল, কারা অনুমতি দিল তা নিয়ে উঠছে প্রশ্ন। স্কুলের প্রধান শিক্ষক নবকুমার মণ্ডল বলেন, আয়োজকরা মাঠের অনুমতি নিলেও মিড ডে মিল খাওয়ার ঘরে স্টল বসানোর অনুমতি নেয়নি। আমার কাছে একটি চাবি থাকে ওই ঘরের। সেটি আমার কাছে আছে। আয়োজকরা হয়তো অন্য শিক্ষকদের থেকে চাবি নিয়ে সেখানে স্টল দিয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলে দেখব। 
সংগঠনের সম্পাদক সঞ্জিত রায়ের দাবি, স্কুল ছুটি থাকায় ওই ঘরে আমাদেরই কমিটির এক সদস্য স্টল বসিয়েছে। স্কুলের যাতে কোনও সমস্যা না হয় সেই দিকটি খেয়াল রাখা হয়েছে। তবে মাঠে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও স্কুল ছাত্রদের খাওয়ার ঘরে কেন স্টল বসাতে হল, তার উত্তর দিতে পারেননি আয়োজকরা। তবে অনুষ্ঠান শেষ হওয়ার আগে রবিবার বিকেলে সেখান থেকে স্টলটি সরিয়ে নেওয়া হয়। এবিষয়ে শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দিলীপকুমার রায় জানান, বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা