উত্তরবঙ্গ

জেলাজুড়ে বসছে ৫০টি ওয়াটার এটিএম

সংবাদদাতা, ময়নাগুড়ি: নতুন বছরে জলপাইগুড়ি জেলার ব্লকে ব্লকে ওয়াটার এটিএম উপহার দিতে চলেছে জেলা পরিষদ। এজন্য গোটা জেলায় ৫০টি ওয়াটার এটিএম হচ্ছে। ন’টি ব্লককে এই পরিষেবার সঙ্গে যুক্ত করা হচ্ছে। মূলত জনসমাগম হয় এমন এলাকা অর্থাৎ হাটবাজার, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ চত্বরে ওয়াটার এটিএম থাকবে। 
জেলা পরিষদ জানিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশন থেকে প্রাপ্ত অর্থে এই কাজ হচ্ছে। বিভিন্ন জায়গায় কাজ শুরুও হয়েছে। একএকটি ওয়াটার এটিএমের জন্য ১১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। একাধিক ঠিকাদার সংস্থাকে কাজ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি পরিস্রুত জল পৌঁছনোর যেমন প্রকল্প রয়েছে, তেমনই এবার জনবহুল স্থানে পানীয় জল পেতে যেন কোনও সমস্যা না হয় তারজন্য ওয়াটার এটিএম তৈরি করা হচ্ছে। 
জলপাইগুড়ি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহুয়া গোপ বলেন, জেলার ন’টি ব্লকে ওয়াটার এটিএম বসানো হচ্ছে। খুব শীঘ্রই এই পরিষেবা পাবে বিভিন্ন ব্লকের বাসিন্দারা। গুরুত্বপূর্ণ জায়গাগুলি এজন্য চিহ্নিত করা হয়েছে। কিছু জায়গায় কাজ শুরু হয়েছে। তা অনেকটাই এগিয়েছে। 
ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, ময়নাগুড়ি ব্লক তিনটি ওয়াটার এটিএম পাচ্ছে। সাপটিবাড়ি, নতুন বাজার, চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্প হবে। সাপটিবাড়িতে কাজ শুরু হয়েছে। জেলা পরিষদের এটি একটি ভালো উদ্যোগ। এই প্রকল্পের মধ্য দিয়ে মানুষ পরিস্রুত পানীয় জল খুব সহজেই পেয়ে যাবে। নতুন বাজারে জর্দা নদীর পাশে এমন আরও একটি প্রকল্প হবে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা