উত্তরবঙ্গ

কালারাম হাইস্কুল থেকে মোবাইল টাওয়ার সরানোর দাবিতে বিক্ষোভ

সংবাদদাতা, বাগডোগরা: সরকারি স্কুলে মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। নকশালবাড়ি ব্লকের রানিডাঙা কালারাম হাইস্কুল থেকে টাওয়ার সরানোর দাবিতে ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এই ঘটনায় স্কুল এলাকায় চাঞ্চল্য ছড়ায়।  
বিক্ষোভরত অঙ্কিতা ঘোষ নামের এক সপ্তম শ্রেণির এক ছাত্রী বলে, স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের না জানিয়ে এই টাওয়ার বসানো হয়েছে। আমাদের খেলার মাঠ নষ্ট হচ্ছে। আমাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। দ্রুত এই মোবাইল টাওয়ার স্কুল চত্বর থেকে সরাতে হবে। মিষ্টু ঘোষ নামের ষষ্ঠ শ্রেণির আরএক ছাত্রী বলে, পুজোর ছুটিতে কাউকে না জানিয়ে স্কুলে মোবাইল টাওয়ার বসানো হয়েছে। স্কুলে আমরা খেলাধুলা করি। সেখানে মোবাইল টাওয়ার বসালে আমাদের শরীরে রোগ-ব্যাধি দেখা দিতে পারে।  
এরাগেও এই প্রসঙ্গকে বিধানসভায় তুলেছেন স্থানীয় বিধায়ক আনন্দময় বর্মন। তিনি বিধানসভায় বলেছেন, নকশালবাড়ি ব্লকের গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতের রানিডাঙা কালারাম হাইস্কুলে মোবাইল টাওয়ার বসানো হয়েছে। সেখানে টাওয়ার বসলে সেই রেডিয়েশনে ক্যান্সার, মাথাব্যাথা, অনিদ্রা থেকে স্নায়ুতন্ত্রে বিঘ্ন ঘটার মত বিভিন্ন রোগ দেখা দিতে পারে।
যদিও এর জবাবে স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ আগেই জানিয়েছেন, এই টাওয়ার বসানোর জন্য তাদের কাছে সমস্ত অনুমোদন আছে। স্কুলের সার্বিক উন্নতির লক্ষ্যে এই টাওয়ার বসানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুযায়ী টাওয়ার বসানোর জন্য খোদ জেলাশাসকের অনুমোদন নেওয়া হয়েছে। সেই লাইসেন্সের প্যারা নম্বর সি-তে স্পষ্ট লেখা রয়েছে- স্কুল, কলেজ সহ বিভিন্ন জায়গায় মোবাইল টাওয়ার বসানো যাবে। তবে শুক্রবার আনন্দবাবুকে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। অপরদিকে, ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা