উত্তরবঙ্গ

চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত মহিলা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক ব্যক্তিকে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃত মহিলার নাম বিজয়তা মুখিয়া। সে দার্জিলিংয়ের জোড়বাংলোর বাসিন্দা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি অনিল লামা নামে এক ব্যক্তি প্রধাননগর থানায় বিজয়তা মুখিয়ার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ওই ব্যক্তির কাছ থেকে ১২ লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছিল বিজয়তা। কিন্তু ওই ব্যক্তি চাকরি পাননি। এরপর টাকা ফেরত চাইলে বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত মহিলা। পরে বহু চেষ্টা করে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন অনিলবাবু। এরপর দু’পক্ষের মধ্যে আলোচনার পরে অনিলবাবুকে একটি চেক দেয় অভিযুক্ত মহিলা। অভিযোগ, এরপর বারবার সময় নেওয়ার পর আচমকা গায়েব হয়ে যায় সে। যে চেক অনিলবাবুকে দেওয়া হয়েছিল তাও বাউন্স হয়ে যায়। এরপর অনিলবাবু ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি মহিলার নামে থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপর থেকেই পুরোপুরি নিখোঁজ হয়ে যায় অভিযুক্ত। এরপর শনিবার রাতে দার্জিলিং থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিস। 
তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, বিজয়তা মাটিগাড়ার একটি কনসালটেন্সি অফিসে কাজ করত। থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই ফেরার হয়ে যায়। প্রায় দু’বছর ধরে তার খোঁজ করছিল পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা কার্গিল যুদ্ধে শহিদ এক জওয়ানের পরিবারের সদস্য। যদিও এবিষয়ে পুলিস কোনও তথ্য দিতে পারেনি। প্রধাননগর থানার এক আধিকারিক জানিয়েছেন, ওই মহিলাকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। - নিজস্ব চিত্র।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা