উত্তরবঙ্গ

তৃণমূল মাদার ও যুব সংগঠনের দুই সভাপতির কাজিয়া চরমে

সংবাদদাতা, ময়নাগুড়ি: তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ি ২ নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতির বিরুদ্ধে সরব হলেন ব্লকেরই টিএমওয়াইসি সভাপতি। রবিবার আট দলীয় ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ২ নম্বর সাংগঠনিক ব্লকের উত্তর ভুস্কাডাঙায়। যেখানে ব্যানার ঝোলানো হয়েছিল। সেই ব্যানারে লেখা ছিল তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ময়নাগুড়ি ২ নম্বর ব্লক টিএমসি’র উদ্যোগে এবং ময়নাগুড়ি ২ নম্বর ব্লক টিএমসিপি ও টিএমওয়াইসি’র পরিচালনায় ভলিবল টুর্নামেন্ট। 
অভিযোগ, ব্যানারে টিএমওয়াইসি’র পরিচালনায় টুর্নামেন্ট হচ্ছে লেখা থাকলেও সংগঠনের যুব সভাপতির সঙ্গে কোনওরকম আলোচনা না করেই প্রতিযোগিতার আয়োজন করছেন ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিবশঙ্কর দত্ত। এমনকী, যুব সভাপতি মনোজ দেবনাথকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। আর এতেই বেজায় চটেছেন যুব নেতা। তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে এ বিষয়ে নালিশ করবেন বলে জানিয়েছেন। মনোজ দেবনাথের দাবি, ব্লক সভাপতি একচ্ছত্র শাসন চালাতে চাইছেন ব্লকে। উনি কাউকে মানেন না। 
অনেকদিন ধরেই তৃণমূলের ময়নাগুড়ি ২ নম্বর সাংগঠনিক ব্লকে যুব সভাপতি এবং ব্লক সভাপতির কোন্দল চলছে। পঞ্চায়েত নির্বাচনে ব্লক সভাপতির বিরুদ্ধে দলীয় প্রার্থীর বিপরীতে নির্দল প্রার্থী দাঁড় করানোর অভিযোগ তুলেছিলেন যুব সভাপতি। পরবর্তীতে ২১ জুলাইয়ের সভাকে সামনে রেখে দলীয় এক কর্মসূচিতে যুব সভাপতিকে আমন্ত্রণ না জানানোর বিষয় নিয়েও কোন্দল দানা বাঁধে। এবার ভলিবল প্রতিযোগিতা নিয়ে কোন্দল প্রকাশ্যে এল।
মনোজ দেবনাথ বলেন, কোনও অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে আমার সঙ্গে শিবশঙ্করবাবু আলোচনা করেন না। আমন্ত্রণ জানানো তো দূরের কথা। টিএমওয়াইসি’র নাম ব্যবহার করা হল, অথচ আমি জানি না? নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করে বেরাচ্ছেন তিনি। 
শিবশঙ্কর দত্ত বলেন, আমাদের গ্রুপে আমরা এই অনুষ্ঠানের বিষয়ে জানিয়েছি। যিনি অভিযোগ করছেন তিনি কি শুধু যুব তৃণমূল করেন? আমি ওঁর প্রশ্নের উত্তর দিতে নারাজ।  
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা