উত্তরবঙ্গ

মমতার সঙ্গে ফোনে কথা নিহত কাউন্সিলারের স্ত্রীর

সংবাদদাতা, মালদহ: আমাদের নেতা বাবলা সরকারকে যারা নৃশংসভাবে খুন করেছে, তারা পার পাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তদন্তের উপর নজর রেখেছেন। রাজ্য পুলিসের ডিজিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন খুনিদের যেভাবে হোক গ্রেপ্তার করতে হবে। শুক্রবার তৃণমূল নেতার শোক মিছিলে অংশ নেওয়ার আগে একথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। 
এদিন ফিরহাদ বলেন, পুলিস নিজের মতো করে তদন্ত করছে। মুখ্যমন্ত্রী স্বয়ং পুরো বিষয়টি দেখছেন। আমি নিশ্চিত, দু’একদিন সময় হয়তো লাগবে। কিন্তু সব বেরিয়ে আসবে। অন্যদিকে, শোকবিহ্বল অবস্থায় এদিন খুব স্বল্প সময়ের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাবলা সরকারের স্ত্রী তথা ইংলিশবাজার পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলার চৈতালি সরকার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তিনি আমাকে সবরকমভাবে আশ্বস্ত করেছেন। মমতাদির সঙ্গে আমাদের দীর্ঘদিনের পারিবারিক সম্বন্ধ। আমি নিশ্চিত স্বামীর খুনের ঘটনার দ্রুত ন্যায়বিচারের ব্যবস্থা করে দেবেন। 
চৈতালির কথায়, আমার স্বামীর মতো জনপ্রিয় নেতার উপরে যেভাবে গুলি চালানো হয়েছে, মনে হচ্ছে এটা অনেকজনের অনেকদিনের পরিকল্পনা। পুলিস কীভাবে তদন্ত করে, তার শেষ দেখার অপেক্ষায় রয়েছি। আপাতত মানসিকভাবে নিজেকে ও ছেলেকে সামলানোর চেষ্টা করছি।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা