উত্তরবঙ্গ

মালদহের তৃণমূল নেতা বাবলাকে খুনের ঘটনায় পুলিসের জালে আরও ২

সংবাদদাতা, মালদহ: মালদহের দাপুটে তৃণমূল নেতা দুলাল (বাবলা) সরকারকে খুনের ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। ফলে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ৫। পুলিস সূত্রে খবর, ধৃতদের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। অভিজিৎ ইংলিশবাজার থানা এলাকার ঘোড়াপীর অঞ্চলের বাসিন্দা। অন্যদিকে, অমিতের বাড়ি ঝলঝলি এলাকার রেলওয়ে কলোনিতে। আজ, শনিবার সকালে অভিযান চালিয়ে পুলিস তাঁদের গ্রেপ্তার করেছে। ধৃতদের কিছুক্ষণের মধ্যেই আদালতে হাজির করানো হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী বাবলা। ইংলিশবাজার পুরসভার টানা ৩০ বছরের কাউন্সিলার তথা জেলা তৃণমূলের সহ-সভাপতিও। ৬২ বছর বয়সি এই নেতাকে খুনের ঘটনায় শুধু মালদহ নয়, রাজ্যজুড়ে তুমুল আলোড়ন শুরু হয়েছে। এক্স হ্যান্ডেলে পুলিসকে দুষেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। পরে নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের মঞ্চ থেকে তিনি কড়া ভাষায় বলেন, “বাবলার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল। পুলিস সুপারের অপদার্থতার কারণেই খুন হতে হয়েছে আমার দীর্ঘদিনের সহযোদ্ধাকে।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে বাড়ির খুব কাছেই খুন হন বাবলা। তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রথম দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, তৃতীয় গুলিতে বিদ্ধ হন তৃণমূল নেতা। এরপরেই সেখান থেকে চম্পট দেয় আততায়ীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা