উত্তরবঙ্গ

আলিপুরদুয়ার শহরে প্রবেশের তিন দিকে তিনটি গেট বানাবে পুরসভা

সংবাদদাতা, আলিপুরদুয়ার: জেলা সদরে ঢোকার তিন দিকে তিনটি প্রবেশদ্বার তৈরি করতে চলতি মাসেই টেন্ডার ডাকছে আলিপুরদুয়ার পুরসভা। পর্যটকদের স্বাগত জানাতেই গত বোর্ড মিটিংয়ে এই গেট তৈরির সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা। তবে একটি গেট তৈরি করা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক তৈরি হয়েছে। শহরের বক্সা ফিডার রোডের দমকল মোড়, শামুকতলা রোডের শোভাগঞ্জ ও কোচবিহার রোডে কালজানি সেতুর কাছে পুরসভা এই গেট তৈরি করবে। কালজানি সেতুর কাছে প্রস্তাবিত গেট তৈরি করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ কালজানি সেতুর ওপাড়ে শহরের কোচবিহার রোডে আলিপুরদুয়ার মহকুমার ১২৫ বছর পূর্তি স্মারক হিসেবে ইতিমধ্যেই একটি গেট রয়েছে। বাম জমানায় তৎকালীন আরএসপি বিধায়ক নির্মল দাস ওই গেট তৈরি করেছিলেন। 
প্রাক্তন বিধায়ক নির্মলবাবু বলেন, ২০১৪ সালে আলিপুরদুয়ার পৃথক জেলা হয়েছে। সেই আলিপুরদুয়ার এখনও পূর্ণাঙ্গ জেলা হল না। এখনও জেলার একটিই মহকুমা রয়ে গিয়েছে। সেটি হল আলিপুরদুয়ার। জেলায় মহকুমা বাড়ানোর উদ্যোগ না নিয়ে এই গেট তৈরি করা শুধু লোক দেখানো ছাড়া আর কি হতে পারে। 
যদিও পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, পর্যটকদের স্বাগত জানাতেই শহরের তিন দিকে তিনটি গেট তৈরি করার জন্য চলতি মাসেই টেন্ডার ডাকা হচ্ছে। তিনটি গেটের মধ্যে শহরের কোচবিহার রোডে গেট তৈরি নিয়ে কেন বিতর্ক হচ্ছে বুঝতে পারছি না আমরা। কারণ প্রাক্তন বিধায়ক যে গেটটি বানিয়েছিলেন সেটি কালজানি সেতুর ওপাড়ে পররপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়। আর পুরসভার গেট তৈরি হবে কালজানি নদীর এপাড়ে একেবারে শহরের মধ্যে। 
অন্যদিকে, ১৭ নম্বর ওয়ার্ডে পুরসভার ১২০ ফুট দৈর্ঘ্য ও ৫৫ ফুট প্রশস্ত একটি পুকুর আছে। পুরসভা ইতিমধ্যেই তাদের এই পুকুরটির সৌন্দর্যায়ন করেছে। পুকুরের চারদিকে গার্ডওয়াল তৈরি করা হয়েছে। পুরসভা পুকুরটির আরও সৌন্দর্যায়ন করবে। সেই পুকুরের ধারে পুরসভা বিশ্ববাংলার লোগো বসাতে চলেছে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা